পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ঘোষণার সঙ্গে মুজিব পরিবারের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ। গতকাল শনিবার জাতীয়তাবাদী সামাজিক সাং‹তিক সংস্থা (জাসাস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনারের রিজভী বলেন, সরকার জঙ্গিবাদকে ব্যবহার করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কারণ শেখ হাসিনার কাছে সোনার হরিণ হচ্ছে ক্ষমতা। যারাই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় টিকিয়ে রাখার গ্যারান্টি দেবে তিনি (প্রধানমন্ত্রী) তাদের কথাই শোনেন। এখন যদি ইয়াহিয়া খান, টিক্কা খান এমনকি মীর জাফরও এসে বলে যে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট হয়ে বিএনপিকে ধ্বংস করতে চায় তাতেও তিনি রাজি হয়ে যাবেন।
চীনের কাছ থেকে সাবমেরিন কেনা ও ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা একই সঙ্গে বিড়াল ও বিড়ালের মুখে থাকা ইঁদুরকেও হাসাতে পারেন।
তিনি বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকার দেশের সম্মানহানি করছে। তাদের কর্মকান্ডে আজ দেশের মানুষ নির্বাক। কিন্তু এই নির্বাক মানুষ যখন জেগে উঠবে আওয়ামী লীগ তখন পালানোর পথও পাবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী মুক্তযুদ্ধের চেতনার কথা এতো বলেন কিন্তু তার স্বামী তখন কেন যুদ্ধে যায়নি? মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ঘোষণার সঙ্গে মুজিব পরিবারের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মামুন আহমেদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো: ইবরাহিম, সাংবাদিক ও কলামিস্ট মাহফুজ উল্লাহ, বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।