পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : দেশের বিভিন্নস্থানে গতকাল বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বহু ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে এবং খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নওগাঁয় ১ জনের প্রাণহানি
নওগাঁ জেলা সংবাদদাতা ঃ শনিবার ভোরে নওগাঁর সাপাহার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও বৃষ্টিতে ১ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। ভোর ৬টার দিকে হঠাৎ ধেয়ে আসা ঝড়ে এলাকার সবকিছু তছনছ করে দেয়। ঝড়, বৃষ্টি শুরু হওয়ার সময় সদর ইউনিয়নের উপজেলার মহজিদপাড়া গ্রামের হারুনুর রশিদের তৈরীকৃত একটি মাটির নতুন বাড়ি (ছাউনি ছাড়া) দেখার জন্য তিনি এবং বাড়িটির মিস্ত্রি একই গ্রামের মরহুম ইসমাইল হোসেনের ছেলে মহসীন আলী (৪৫) ভিতরে প্রবেশ করেন। এসময় তুমুল ঝড় বৃষ্টির তোড়ে ঘরের তালা ও দেওয়াল ধসে গেলে তড়িঘড়ি করে বাড়ির মালিক হারুনুর রশিদ বেরিয়ে আসতে পারলেও মিস্ত্রি মহসীন আলী চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ব্রাহ্মণবাড়িয়ায় আহত অর্ধশত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুইদফা ঝড়ে বসত ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইটভাটায় শ্রমিকদের আশ্রয়স্থল বিধ্বস্ত হয়ে গেছে। নদীতে ডুবে গেছে মালবাহী নৌকা। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে গেছে। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর থেকেই সমগ্র উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। জানা যায়, ভোর ৫টায় ও সকাল ৯টায় সরাইলে দুইদফা আঘাত হানে প্রচÐ ঝড়। ঝড়ের তাÐবে উপজেলার ৯টি ইউনিয়নের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। ঘর চাপায় আহত হয় চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের কৃষক সরফত আলী (৩৫), তার ২ মেয়ে বুশরা আক্তার (০৬) ও সমলা বেগম (৩৭)। ধর্মতীর্থ এলাকার আজম ব্রিকস মিলের শ্রমিকদের বসতঘর উড়ে গেলে আহত হয় ১৫-২০ জন শ্রমিক। এর মধ্যে অহিদ মিয়া (৬০) ও লতিফ মিয়াকে (৬৫) সরাইল মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। আর আশঙ্কাজনক অবস্থায় সোহাগ মিয়া (৩৮) ও মামুন মিয়া (৩০) নামের ২ শ্রমিককে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কটিয়াদীতে ব্যাপক ক্ষয়-ক্ষতি
কটিয়াদী উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদীতে শনিবার সকালে দু’দফা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পৌর এলাকার রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ওপর একটি রেন্ট্রি গাছ পড়ে স্কুল ভবনের ব্যাপক ক্ষতি হয়। ক্লাস চলাকালীন সময়ে এ ঘটনায় পড়লে ছাত্র-ছাত্রীরা আতংকিত হয়ে পড়ে। এ সময় দশম শ্রেণীর ছাত্রী মাহিনুর সোহানা আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঝড়ে কারিগরি কলেজেরও ব্যাপক ক্ষতি হয়। তাছাড়া পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বহু ঘর বাড়ি, কলা বাগান বিধ্বস্ত হয় এবং সহস্রাধিক গাছপালা উপড়ে পড়ে। কটিয়াদী-কিশোরগঞ্জ মহাসড়কসহ অন্যান্য সড়কে গাছ পালা পড়ে কয়েক ঘন্টার জন্য উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ের সময় থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়ে।
হোসেনপুর বিদ্যুৎ বিচ্ছিন্ন
হোসেনপুর উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখীর ছোবল ও শিলাবৃষ্টিতে সবজিসহ বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল ভোর সোয়া ৪ টার দিকে শিলা বৃষ্টির পর সকাল সাড়ে ৮টায় আবার প্রচÐ ঝড়ো হাওয়ায় বৈদ্যুতিক লাইন ও গাছপালা উপড়ে ফেলে। এতে সবজি, ভট্টা, মরিচসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হোসেনপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের এজিএম মো: মোশারফ হোসেন জানান, ঝড়ে ৬ টি বৈদ্যুতিক পিলার ভেঙ্গে পড়েছে এবং লাইনে গাছ পড়ে তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে হোসেনপুরে বিদ্যুৎ নেই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।