Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশকে চাপে রাখার ঘোষণা

মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইইউ’র উদ্বেগ

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি বলছে, তারা বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখবে এবং এ লক্ষ্যে সব উপায় বিবেচনা করবে। আগামী সোমবার ইউরোপীয় পার্লামেন্টের উন্নয়নবিষয়ক কমিটির সভাপতি লিন্ডা ম্যাকঅ্যাভানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা আসছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ইউরোপের বাজারে বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা নিয়ে আলোচনা করবে।
গত ফেব্রæয়ারীতে ব্রাসেলসে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক ও ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক (এশিয়া ও প্যাসিফিক) গিউনার উইগ্যান্ড-এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে উদ্বেগের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। তবে এ সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে শ্রম অধিকারবিষয়ক এক প্রশ্নের উত্তরে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আরো বলা হয়, পরিস্থিতির উন্নয়নে ইইউ চাপ অব্যাহত রাখবে এবং সম্ভাব্য ব্যবস্থাগুলো প্রয়োগের বিষয়টি বিবেচনা করবে।
ইউরোপীয় কমিশনের পক্ষে এর বাণিজ্য কমিশনার সিসিলিয়া ম্যালস্ট্রম গত মঙ্গলবার ইইউ পার্লামেন্টে ইউরোপীয় পার্লামেন্টে ‘অ্যালায়েন্স ফর লিবারেলস অ্যান্ড ডেমোক্রেটস ফর ইউরোপ (এএলডিই)’ দলীয় সদস্য ইলহান কিইউচিউক এর গত নভেম্বরে ইউরোপীয় কমিশনের কাছে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে জানতে চাওয়া এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশকে সহায়তা করতে এবং এর পোশাক শ্রমিকদের অধিকার উন্নয়নে ইইউ তার উন্নয়ননীতি এবং ইইউ-বাংলাদেশ সহযোগিতা চুক্তির আলোকে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালিত প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, বার্ষিক উচ্চপর্যায়ের বৈঠক, কম্প্যাক্ট অংশীদারদের সঙ্গে কারিগরি বৈঠক, কম্প্যাক্ট বাস্তবায়নের অগ্রগতিবিষয়ক বার্ষিক প্রকাশনা ও নাগরিক সমাজের সঙ্গে নিয়মিত সম্পৃক্ততাসহ সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট বাস্তবায়নের অগ্রগতি ইইউ নিবিড়ভাবে অনুসরণ করে।
সিসিলিয়া ম্যালস্ট্রম বলেন, শ্রম অধিকার সুরক্ষা ও দায়িত্বশীল ব্যবসা সুরক্ষা নিশ্চিত করে এমন বহুপক্ষীয় ফোরাম যেমন জি২০, জি৭, আইএলও এবং ওইসিডিতে ইইউ সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
সিসিলিয়া ম্যালস্ট্রম আরো বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ ইইউর জিএসপি ইবিএ চুক্তির আওতায় সবচেয়ে অনুকূল বাণিজ্য সুবিধা পেয়ে থাকে। মৌলিক মানবাধিকার ও শ্রম অধিকার নীতির ধারাবাহিক বা গুরুতর লঙ্ঘনের কারণে ইবিএ সুবিধা স্থগিত হতে পারে।
সিসিলিয়া ম্যালস্ট্রম বলেন, সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট, কারখানায় শ্রমিকদের সম্মানজনক ও নিরাপদ কাজের পরিবেশকে উৎসাহিত করার মাধ্যমে ইইউ বাংলাদেশ সরকারের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত থাকবে।
সিসিলিয়া ম্যালস্ট্রম আরো বলেন, গত ১৫ ফেব্রæয়ারি বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও ইইএএসের ব্যবস্থাপনা পরিচালক উইগ্যান্ডের যৌথ সভাপতিত্বে ইইউ-বাংলাদেশ কূটনৈতিক সংলাপে ইইউ বাংলাদেশে মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতিতেও উদ্বেগ জানিয়েছে। অগ্রগতি অর্জনের জন্য ইইউ বাংলাদেশের ওপর রাজনৈতিক চাপ অব্যাহত রাখবে এবং এ লক্ষ্যে সব উপায় বিবেচনা করবে।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের উন্নয়ন বিষয়ক কমিটির সভাপতি বৃটিশ বংশোদ্ভূত লিন্ডা ম্যাকঅ্যাভানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আগামী সোম থেকে বুধবার ঢাকা সফর করবে। এর অন্য সদস্যরা হলেন আর্নে লিত্জ, নরবের্ট নিউজার ও অ্যাগনেস জনজেরিয়াস। কূটনৈতিক সূত্রগুলো জানায়, প্রতিনিধিদলটি জিএসপি, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলবেন তাঁরা। দেশের রাজনৈতিক ও শ্রম পরিস্থিতি নিয়ে বেসরকারী পর্যায়েও তাদের মতবিনিময় হবে বলে জানা গেছে। ২৯শে মার্চ প্রতিনিধি দলটি ঢাকা ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে সফরের ফল সম্পর্কে অবহিত করা হবে জানানো হয়েছে।
ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের (এমইপি) ওই সফরের প্রাক্কালে ব্রসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদাত হোসেন গত বুধবার লিন্ডা ম্যাকঅ্যাভান ও আর্নে লিতজের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তাঁরা বাংলাদেশের উন্নয়ন ও আর্থ সামাজিক খাতে সেরা চর্চা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ