পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজার জেলা সংবাদদাতা : চকরিয়ায় সন্ত্রাসীরা হামলা করে পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এসময় হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।। পুলিশ ঘটনার সাথে জড়িত এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। ২৪ মার্চ সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার বি.এম.চর ইউনিয়নের বহদ্দারকাটা মাতামহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ঘটেছে এ ঘটনা। এক ঘণ্টা পর পুলিশ অভিযান চালিয়ে ওই অস্ত্র আবার উদ্ধার করেছে বলে জানিয়েছে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সমীর সরকার জানান; এদিন সকালে চকরিয়া উপজেলার বহদ্দারকাটা এলাকায় মাতামুহুরী পলিশ তদন্ত কেন্দ্রের সামনের মাঠে আমানচর একাদশ ও বহদ্দারকাটা একাদশের সাথে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে গোল দেয়াকে কেন্দ্র করে প্রতিদ্ব›দ্বী ফুটবল দলের মধ্যে হট্টগোল লেগে যায়। এসময় পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা হট্টগোল থামাতে যায়। এক পর্যায়ে ওই এলাকার ১৮/২০ জন সন্ত্রাসী পুলিশের উপর হামলা করে পুলিশের কাছ থেকে একটি শর্টগান ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার সময় পুলিশ ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। সন্ত্রাসীরাও ৩ রাউন্ড গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সন্ত্রাসীদের হামলায় পুলিশ পরিদর্শক সমীর সরকার, এস.আই মোঃ ইউনুচ ও কনস্টেবল উক্যওয়ং আহত হয়েছে। পরে চকরিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা পর ছিনতাই হয়ে যাওয়া শর্টগানটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত বি.এম.চর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নূর হোসেনের পুত্র শফিউল আলম (৩০)কে গ্রেফতার করেছে।
মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সমীর সরকার জানান, ঘটনার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী মতিউর রহমান, শাহাব উদ্দিন, গিয়াস উদ্দিন ও মোঃ ইব্রাহিমকে গ্রেফতার করতে অভিযান চলছে। তিনি জানান, এ ঘটনায় ১৮/২০ জন সন্ত্রাসী জড়িত রয়েছে। চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান; এ ঘটনায় ছিনতাই হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।