পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : কম্বাইন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেড (২১৩) ওমরাহ এজেন্সির মাধ্যমে ওমরাহ পালনের জন্য সউদী আরবে গিয়ে গা-ঢাকা দিয়েছে দু’জন চাকুরি সন্ধানকারী। এদের উভয়ের গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়। গত ৮ ফেব্রæয়ারি রিয়াজ ওভারসিজের ম্যানেজার শাখাওয়াত হোসেন মন্ডল ও কুমিল্লার শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়ার অনুরোধে কম্বাইন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল লিমিটেডের পাটর্নার হুমায়ূন কবির ও আশরাফ বগুড়ার শিবগঞ্জের উক্ত শ্যামপুর গ্রামের মোজাম্মেল হক মন্ডলের ছেলে মো. মাহবুবার রহমান ও একাই থানার এনায়েতপুর গ্রামের হাফিজার রহমানের ছেলে আবু তাহের হোসেন ওমরাহ পালনের নামে সউদী আরবে যায়। গত ২২ ফেব্রæয়ারি তাদের ওমরাহ পালন শেষে দেশে ফেরার কথা ছিল বলে শিক্ষক আব্দুল কাদের ভূঁইয়া জানান। আব্দুল কাদের ভ‚ঁইয়া বলেন, রিয়াজ ওভারসীজের ম্যানেজার শাখাওয়াত হোসেন মন্ডল ফুসলিয়ে মাহবুবুর রহমান ও আবু তাহের হোসেনকে কম্বাইন্ড ট্রাভেলসের মাধ্যমে ওমরায় পাঠায়। উক্ত দু’জন ট্রাকের মালিক বলেও প্রচার করে প্রতারক শাখাওয়াত হোসেন। এদের ওমরায় পাঠালে কোনো সমস্যা হবে না বলেও ম্যানেজার শাখাওয়াত হোসেন প্রতিশ্রæতি দেয়। গত ১৫ ফেব্রæয়ারি মক্কাস্থ ফেরদৌস ওমরাহ হোটেল থেকে প্রতারক মাহবুবুর রহমান ও আবু তাহের হোসেন পালিয়ে যায়। বহু খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। তাদের পরিবার পরিজনের কাছে গিয়েও কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যাচ্ছে না। গত ১৯ ফেব্রæয়ারি ঢাকার পল্টন থানায় এবং ২৭ ফেব্রæয়ারি বগুড়ার শিবপুর থানায় পৃথক দু’টি জিডি দায়ের করা হয়েছে। জিডি নং যথাক্রমে ১৩৪৮ ও ৯১। গতকাল কম্বাইন্ড ট্রাভেলসের পার্টনার হুমায়ূন কবিরের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। সে বর্তমানে সউদী আরবে রয়েছে বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।