Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাঙ্কিংয়ে চোখ বাংলাদেশের

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গত বছর আফগানিস্তানের কাছে একটি ওয়ানডে ম্যাচে হারই বাংলাদেশকে ফেলে দিয়েছে দুশ্চিন্তায়। বছরটিতে ৬ ওয়ানডে ম্যাচের ৩টিতে হেরে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। আইসিসি’র ওডিআই র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বরে অবস্থান ঠিকই করছে বাংলাদেশ, তবে ২০১৫তে অর্জিত র‌্যাঙ্কিং পয়েন্ট ৯৬ থেকে নেমে এখন বাংলাদেশের পয়েন্ট ৯১। ১০ দলের ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া সেরা ৭ এ থাকতে হবে, এ বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশকে মেলাতে হবে  এই সমীকরণ, সে কারণেই এই সমীকরণ মেলানোর পরীক্ষায় এখন বাংলাদেশ দল। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ উপরে থাকা শ্রীলঙ্কার র‌্যাঙ্কিং পয়েন্ট এখন ৯৮, সেখানে বাংলাদেশের ৯১। ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণে এই দু’টি দলের সঙ্গে এখন পাল্লা চলছে অষ্টম স্থানে থাকা পাকিস্তান ( ৮৯ পয়েন্ট)  এবং ৯ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৮৪ পয়েন্ট)।
শততম টেস্ট জিতে র‌্যাঙ্কিংয়ে  শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩-০তে হারিয়ে দিতে পারলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এই প্রথম শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলতে পারবে বাংলাদেশ। তখন দু’দলের র‌্যাঙ্কিং পয়েন্ট দাঁড়াবে ৯৬ করে। বাংলাদেশ ২-১ এ সিরিজ জিতলে র‌্যাঙ্কিং পয়েন্ট ২ বেড়ে উন্নীত হবে ৯৩ এ, শ্রীলঙ্কা সেখানে ১ পয়েন্ট হারিয়ে অবস্থান নিবে ৯৭ পয়েন্টে। শ্রীলঙ্কা ২-১ এ ওয়ানডে সিরিজ জিতলে বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট থাকবে অপরিবর্তিত ( ৯১), শ্রীলঙ্কার যোগ হবে ১ পয়েন্ট (৯৯ পয়েন্ট)। বাংলাদেশ ০-৩ এ হেরে গেলে র‌্যাঙ্কিং পয়েন্ট নেমে যাবে ৮৮ তে।
আগামী মাসের ৭-১১ এপ্রিল পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পূর্ব নির্ধারিত ওয়ানডে সিরিজকে সামনে রেখে তাই শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজটি অতি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজ ১-১ এ ড্র করতে পেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে সেবারই প্রথম সিরিজ ড্র’র অতীত থেকে এবার সিরিজ জয়ের টনিক পাচ্ছে বাংলাদেশ দল। তবে  ওয়ানডে সিরিজের প্রথম ২টি ম্যাচ ডাম্বুলায় বলে শঙ্কা নিয়েছে পিছু। কারণ এই ভেন্যুতে অতীতে নেই বাংলাদেশের কোন সাফল্য। ২০১০ সালে অনুষ্ঠিত এশিয়া কাপে তিনটি ম্যাচের তিনটিতেই এই ভেন্যুতে হেরেছে বাংলাদেশ দল, হারের ব্যবধানও বড় ( ভারতের কাছে ৬ উইকেটে, শ্রীলঙ্কার কাছে ১২৬ রানেও পাকিস্তানের কাছে ৮১ রানে)। দু:স্মৃতির ভেন্যুতে এবার সুখস্মৃতির সন্ধানে বাংলাদেশ দল। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল গতকাল কলোম্বো থেবে সড়কপথে পৌঁছেছে ডাম্বুলায়। ভ্রমণের কারণে গতকাল করেনি অনুশীলন। আগামীকাল থেকে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ  অনুশীলনে নামবে বাংলাদেশ দল শ্রীলঙ্কার পাহাড়, আর পাথর পরিবেষ্টিত এই ভেন্যুতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ