Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৭, ১:১৮ এএম

ইনকিলাব ডেস্ক : লাহোর বিমানবন্দরে সম্ভাব্য ‘সন্ত্রাসী হামলা’ নস্যাৎ করে দিয়েছেন পাকিস্তানের নিরাপত্তাকর্মীরা। এ সময় বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গতকাল বিমানবন্দর নিরাপত্তাকর্মীরা আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িকে থামানো হয়। পরে গাড়িটি তল্লাশি করে বিভিন্ন অস্ত্র ও বিপুলপরিমাণ বিস্ফোরক জব্ধ করা হয়।
নিরাপত্তাকর্মীরা জানান, জব্দকৃত অস্ত্রের মধ্যে .২২৩ বোরের রাইফেল, ৭টি ম্যাগজিন এবং কয়েকজ ডজন বুলেট রয়েছে।
এ ঘটনার গাড়ির চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লাহোরের বাসিন্দা ওই চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সূত্র : ওয়েবসাইট।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ