পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত রাক্কা শহরের কাছে উদ্বাস্তুদের আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে।
মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী স্থানীয় সময় সোমবার রাতে আইএসের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে বলে ধারণা প্রকাশ করেছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। অবজারভেটরির কর্মীরা রাক্কার পশ্চিমাঞ্চলীয় আল-মানুসরা গ্রামের হামলাস্থল থেকে অন্তত ৩৩টি লাশ পেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির পরিচালক রমি আব্দুল রহমান।
তিনি বলেন, রাক্কার আশপাশে এমাসে বিমান হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনী। এতে বহু বেসামরিক মানুষ হতাহত হচ্ছে।
আব্দুল রহমান আরও বলেন, আইএস অবস্থানের কাছে বিমান হামলাস্থল থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ধর্মীয় স্কুল ছিল।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের মুখপাত্র এর আগে জানিয়েছিলেন তারা বেসামরিক মানুষ হতাহতের ঘটনা যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করছেন এবং বিমান হামলায় বেসামরিক মানুষ হতাহতের যেসব খবর পাওয়া যাচ্ছে সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে। সূত্র : দ্য ইনডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।