পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ৯টি মসজিদের ইমামগণ দুর্নীতির ভয়াবহতা সম্পর্কে বয়ান প্রদান করবেন
মালেক মল্লিক : দুর্নীতি হলে শেষ- নিজে বাঁচবো, বাঁচবে দেশ শ্লোগানে এ বছর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করবে দুর্নীতি প্রতিরোধে একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন। প্রতি বছরের মতো এবারো আগামী ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজন কমিটি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সপ্তমবারের মতো এ কর্মসূচি পালনে উদ্যোগ নেয়া হলো। সমাজের বিভিন্ন স্তরের জনগণকে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্ম গড়ার লক্ষে এসব কার্যক্রম পালন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কর্মসূচির মধ্যে রয়েছে- দুর্নীতিবিরোধী মানববন্ধন, কার্টুন ও পোস্টার প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ সারা দেশের মসজিদের ঈমান ও খতিবগণের মাধ্যমে জুম্মার খুতবার আগে দুর্নীতির ভয়াবহ সম্পর্কে বয়ান প্রদানের কার্যক্রম নিয়েছে দুদক।
প্রধান কার্যালয়ের কর্মসূচির মতো প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রের মাধ্যমে দেশের সকল জেলা প্রশাসকের কর্মসূচি সফল বাস্তবায়নের সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল ইনকিলাবকে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ পালনের উদ্যোগ নিয়েছে। গতকাল এ বিষয়ে মতবিনিময় সভা করেছে কমিশন। এই কর্মসূচি বাস্তবায়নে উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তারা প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আশা করছি ২৬ মার্চ-১ এপ্রিল পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালন করতে পারব। এখন সাধারণ জনগণের কাছে কমিশনের প্রতি আস্থা বেড়েছে। তিনি আরো বলেন, ইসলামের দৃষ্টিতে দুর্নীতি কি, এর পরিণামের ভয়াবহ সম্পর্কে জুম্মার নামাজের খুতবার আগে এ বিষয়ে ঈমানগণকে বক্তব্য দেয়ার জন্য অনুরোধ করছে কমিশন। এজন্য বায়তুল মোকাররমসহ রাজধানীর কয়েকটি মসজিদে কমিশনের কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।
দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-কর্মসূচি সফল করতে গতকাল বুধবার কমিশনের চেয়ারম্যানের কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কর্মসূচি সুন্দরভাবে সফল করতে চেয়ারম্যান খোঁজ-খবর নেন। এছাড়া কমিটি তাদের আয়োজনের নানা দিক তুলে ধরেন। এসময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা রাজনৈতিক মুক্তি তথা স্বাধীনতা, ভূখন্ড, পতাকা পেলেও আমরা অর্থনৈতিক মুক্তি পুরোপুরি পাইনি। এই অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে চেয়ারম্যান মনে করেন।
কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে : ২৬ মার্চ সকাল ৮টায় প্রধান কার্যালয় প্রাঙ্গণে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম এবং কমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করবেন। এরপর দুর্নীতিবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর করা হবে। দিন শেষে একটি প্রতিনিধিদল মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। ২৭ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে গঠিত শপথ গ্রহণ। এতে অতিথি উপস্থিত থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। পরের দিন ২৮ মার্চ কমিশনের ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন। এরপর দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ বিজয়ী সাংবাদিকগণকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ২৯ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কৃত করবে দুদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি। ৩০ মার্চ ‘দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনার।
জুম্মার আলোচনায় দুর্নীতির পরিণাম জানানো : ৩১ মার্চ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর ৯টি মসজিদের খতিবগণ জুম্মা আলোচনায় ‘দুর্নীতি পরিণাম ভয়াবহ’ পুস্তিকা থেকে দুর্নীতিবিরোধী বক্তব্য প্রদান করবেন। ইতোমধ্যে দায়িত্ব বন্টন করা হয়েছে। কমিশনের কয়েকজন উপ-পরিচালককে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন, মাহবুবুল আলম বায়তুল মোকারম জাতীয় মসজিদে, আবু নাছির মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, গোলাম শাহরিয়ার চৌধুরী কাকরাইল জামে মসজিদ, গোলাম ফারুক মাটির মসজিদ মালিবাগ, বেনজীর আহম্মেদ সোবহানবাগ জামে মসজিদ, শেখ আবদুস সালাম গুলশান আজাদ মসজিদ, এস এম মফিদুল ইসলাম মোহাম্মদপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সামসুল আলম উত্তরা ৩ নং সেক্টর জামে মসজিদ, জুলফিকার আলী গুলশান ভোলা মসজিদের দায়িত্ব পালন করবেন। এছাড়া সারা দেশের প্রত্যেকটি মসজিদে ইমামগণ জুম্মার নামাজের আগে দুর্নীতি ও তার পরিণামের ভয়াবহতা বিষয়ে আলোচনা করার প্রত্যাশা করছেন দুদক। ১ এপ্রিল দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অংকন ও কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবে দুর্নীতি দমন কমিশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।