পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে সোমবার চার প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মাহবুব-উল-ইসলাম । জানা যায়, শহরে শহীদ ডা: জিকরুল হক রোডের দুইটি, শেরেবাংলা সড়কের একটি হোটেল ও পশ্চিম পাটোয়ারী পাড়ায় একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে মক্কা কয়েল ফ্যাক্টারিকে ৫০ হাজার, নিরিবিলি হোটেল ১০ হাজার, পাহেলওয়ান হোটেল ১০ হাজার ও বনফুল হোটেলের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন বিএসটিআই রাজশাহী অফিসের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, ভেজাল পণ্য ও খাদ্যদ্রব্য বিক্রির অভিযোগে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।