পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব প্রাইভেট সেক্টর (আইসিডি) এবং কোডার্স ট্রাস্ট-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। কোডার্স ট্রাস্ট একটি ড্যানিশ প্রতিষ্ঠান যা বিভিন্ন ট্রেনিং কোর্সের মাধ্যমে ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে কাজ করে থাকে। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আইসিডি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রæপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এ চুক্তির আওতায় সিটি মানারাহ্্ (সিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগ) কোডার্স ট্রাস্ট-এর যোগ্য শিক্ষার্থীদের আইটি প্রশিক্ষণের খরচ আংশিকভাবে অর্থায়ন করবে। অন্যদিকে আইসিডি তাদের শরিয়াহ্্ সম্মত ‘বিনিয়োগ সাথী ব্যাংকিং মডেল’ দ্বারা এই অর্থায়নে সহযোগী হবে। ফ্রিল্যান্সিং বাংলাদেশের রেমিট্যান্স-এর একটি শক্তিশালী উৎস হিসেবে পরিণত হচ্ছে। এ তিন প্রতিষ্ঠানের মধ্যেকার এই চুক্তিতে ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা সহজ শর্তে অর্থায়নের মাধ্যমে বাড়াতে পারবে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক-প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন আইসিডি-আইডিবি’র পরিচালক ফরিদ মাসমৌদি এবং কোডার্স ট্রাস্ট-এর কান্ট্রি ডিরেক্টর মো. আতাউল গণি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। আরো উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় ফারুক এম. আহমেদ ও মাসরুর আরেফিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।