পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি) কর্তৃক আয়োজিত ‘ডেভেলপমেন্ট অব মডার্ন টেকনোলোজি বিজনেজ মডেল এপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশ’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান ২২ মার্চ ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজির সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রকৌশল ও শিল্প প্রতিষ্ঠানের ৩০ জন মালিক, ব্যবস্থাপক, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও প্রকৌশলী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আইএটিসহ বিভিন্ন বিভাগের ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞগণ উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব এপ্রোপ্রিয়েট টেকনোলজী’র পরিচালক অধ্যাপক ডঃ এম. কামাল উদ্দিন। আইএটি’র সহকারী অধ্যাপক ইফতেখার উদ্দিন ভূঞাঁ ধন্যবাদ জ্ঞাপন করেন।- প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।