Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার সাথে কানাডার হাইকমিশনারের বৈঠক

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে গতকাল বিকাল ৪টা থেকে দুই ঘণ্টা স্থায়ী এই বৈঠক হয়। বৈঠকের পর হাইকমিশনার এবং বিএনপি কোনো পক্ষের থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
তবে নেতাদের সাথে আলাপ করে জানা গেছে, দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাÐ, নির্বাচন কমিশনসহ নানা বিষয়ে আলোচনায় উঠেছে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক ও দলের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ২৩ মার্চ, ২০১৭, ২:৫৩ এএম says : 0
    আমি আমাদের সংগঠন কানাডা বাংলাদেশ ফেন্ডশীপ সোসাইটির পক্ষথেকে বাংলাদেশে কানাডার হাইকমিশনার বিরুধিদলের সাথে বৈঠক করে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে প্রচেষ্টা নিয়েছেন সে জন্য পিয়েরে বেনোয়া লাঘামেকে জানাই আন্তরিক আভিন্দন। আমি আশাকরব বিএনপি এই বৈঠকের আলোচনাকে মূল্য দিবেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুন্দর ভাবে গরে তুলতে সহযোগিতা করবে। কানাডা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু স্বাধীনতার পর থেকে কানাডা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সহযোগিতা করে আসছে। আর এসব সাহায্য এবং সহযোগিতা করছে কানাডার নাগরিকদের পয়সায় বাংলাদেশের জনগণের স্বার্থে। কানাডা কখনও কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনা তবেঁ এই দেশের জনগণের জন্য কানাডা সাহায্য করে আসছে তাই এই দেশের জনগণের স্বার্থে কথা বলার অধিকার অবশ্যই কানাডা রাখে এটা আমার কথা। আমি এখানে উল্লেখ করতে চাই কানাডার সরকার যেমন বাংলাদেশের তাৎক্ষনিক বিপদে রোহাংগাদের অনুপ্রবেশের কারনে সমস্যায় বাংলাদেশের পাঁশে দাঁড়িয়েছে তেমনই ভাবে কানাডার জনগণও বাংলাদেশের জনগণের পাঁশে রয়েছে এবং সহযোগিতার হাতো বাড়িয়েছে। এনিয়ে আমি নিজেও বাংলাদেশের এন জি ও বুরুর মহাপরিচালক ও উপ পরিচালকের সাথে সৌহর্দ পূর্ন আলোচনাও করে এসেছি ফেব্রয়ারী মাশে এবং সেইভাবে আমি কানাডায় এসে কাজও করছি। আমি আরো বলতে চাই আমদের সংগঠন রেডি মেড গার্মেন্ট শ্রমিকদের নিয়ে কাজ করছে। বাংলাদেশ ও কানাডার সম্পর্ক দিন দিন আরো উন্নত হউক এটাই কামনা করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ