Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে অজ্ঞাতরোগে ১৫ ছাত্রী অসুস্থ বিদ্যালয়সহ এলাকায় আতঙ্ক

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাত : গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের খৈয়ারভাঙ্গা উচ্চবিদ্যালয়ের ১৫ ছাত্রী অজ্ঞাত রোগে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তামান্না আক্তার, জান্নাতুল ইসলাম, আঁখি আক্তার, মুনতাহিনা, কহিনুর খানম, দোলা আক্তার, সেতু আক্তার, শান্তা আক্তারের নাম পাওয়া গেছে। এরা সবাই ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় ক্লাস শুরু হলে প্রথমে ১০ম শ্রেণির দোলা আক্তার, আঁখি আক্তার, তামান্না আক্তার, মনতাহিনা, জান্নাতুল ইসলামসহ ৬ ছাত্রী এক এক করে জ্ঞান হারিয়ে বেঞ্চ থেকে পড়ে যায়। এর পর সপ্তম শ্রেণির কহিনুর ও সেতু নামে দুই জন অসুস্থ হয়ে পড়ে। এর পর ষষ্ঠ শ্রেণির শান্তা আক্তার অসুস্থ হয়ে পড়ে। এভাবেই ১৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। খাদ্যে বিষক্রিয়ার ধারণা করা হলেও অসুস্থ হওয়ার মূল কারণ জানা যায়নি। এ ঘটনায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
খৈয়ারভাঙ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম মাতুব্বর বলেন, ‘বিদ্যালয়ের সামনের খোলা দোকান থেকে পুরি-সিঙ্গারা খাওয়ার পরেই পেটে ব্যথা শুরু হয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন বমিও করে। বিষয়টি শিক্ষকদের জানালে তারা অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিক মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ