পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দুর্যোগ মোকাবেলায় যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে।
তিনি গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি সোবহানবাগে বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর মিলনায়তনে ‘দক্ষতা উন্নয়নবিষয়ক’ তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে। এতে এ মন্ত্রণালয়ে সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় বিআইএম’র মহাপরিচালক আতাউর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল এতে সভাপতিত্ব করেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দুর্যোগ মোকাবেলায় দেশ এখন রোল মডেল হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। এ ব্যাপারে আমরা আর্থ অব চ্যাম্পিয়ন হতে চাই।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন অগ্রগতি, এসডিজি ও মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাÐের অগ্রগতির পর্যালোচনার ভিত্তিতে ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।
আশ্রয়হীন মানুষের জন্য ঘর নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা উল্লেখ করে মায়া বলেন, আমরা ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার আশ্রয়হীন মানুষের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের পরিকল্পনা করেছি। কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল বলেন, কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।
তিনি বলেন, নগর এলাকায় দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে আমাদের একাধিক টিম কাজ করছে। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আগের চেয়ে আমাদের সক্ষমতা বেড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।