Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিকের বর্ধিত হোল্ডিং ট্যাক্স হাইকোর্টে স্থগিত

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায়ের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল (মঙ্গলবার) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ রুলসহ এ স্থগিতাদেশ দেন। রুলে আইন বহির্ভূতভাবে বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রধান রাজস্ব কর্মকর্তাকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। পরে ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের আয়কর বৃদ্ধির ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের হাতে। এছাড়া ১৯৮৬ সালের আয়কর বিধিমালা অনুসারে সর্বোচ্চ ০৭ শতাংশ নেয়ার কথা থাকলেও গত বছরের অক্টোবর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন শতকরা ১৭ শতাংশ আদায় করছেন। এটি কোন্্ আইনে নেয়া হচ্ছে সেটা প্রশ্নবিদ্ধ। এসব বিষয় সামনে এনে গত সোমবার চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের যুগ্ম আহŸায়ক কামাল উদ্দিনসহ চারজন হাইকোর্টে রিটটি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ