Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

৫৩ কর্মকর্তাকে বদলি করেছে ইসি

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের ৫৩ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বর্তমানে এসব কর্মকর্তারা উপজেলা নির্বাচন অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্বরত রয়েছেন। প্রেসিডেন্টের আদেশক্রমে বদলির আদেশটি গত ১৯ মার্চের তারিখে ইসির সিনিয়র সহকারী সচিব মো. সাবেদুর রহমান স্বাক্ষর করেন। যেসব কর্মকর্তাদের বদলির আদেশ দেয়া হয়েছে। তাদেরকে ২৩ মার্চে মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। তা না হলে তারা ২৭ মার্চ থেকে তাৎক্ষণিকভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান ইনকিলাবকে বলেন, কর্মকর্তাদের বদলি কমিশনের নিয়মিত কাজের অংশ। অনেক কর্মকর্তা যারা ৩ বছর বা তার বেশি সময় ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করেন। তাদেরকে সেখান থেকে অন্যস্থানে দায়িত্ব দেয়া হয়। যেসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে তারা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুরের উপজেলা নিবার্চন অফিসার মো. রফিকুল ইসলামকে দিনাজপুরের বিরল উপজেলায়, দিনাজপুরের বিরল উপজেলার কর্মকর্তা বেগম জেবুন্নেছা শাম্মীকে কুড়িগ্রার সদরে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কর্মকর্তা মোছাঃ মাহাবুবা আখতার বানুকে ডিমলায়, দিনাজপুর ফুলবাড়ির উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিবকে রংপুরের পীরগঞ্জে, দিনাজপুর বিরামপুরের কর্মকর্তা মোঃ আতাউর হককে নীলফামারী ডোমারে, দিনাজপুরের হামিকপুরের কর্মকর্তা মো. ইছাহাক আলী সরকারকে নাটোরের বড়াইগ্রামে, ডোমারের কর্মকর্তা মোঃ সেকেন্দার আলীকে গোবিন্দগঞ্জে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা নির্বাচন অফিসার মো. মমিনুর আলমকে রংপুরের তারাগঞ্জে, পীরগঞ্জের মোঃ সেকেন্দার আলীকে দিনাজপুরের চিলিরবন্দর উপজেলায়, তারাগঞ্জের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মেরাজ হোসেনকে পারবতীপুরে, কাউনিয়ার কর্মকর্তা মুহাঃ আইনুল হককে আদিত মারীসহ ৫৩ জন কর্মকর্তাদের বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ