পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সিটি কর্পোরেশন এলাকায় নাগরিকদের উপর ট্যাক্স ধায্য করার কোন এখতিয়ার বা ক্ষমতা মেয়রের নেই। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ধায্যকৃত এবং গ্যাজেট দ্বারা প্রকাশিত ট্যাক্স আদায় করার ক্ষমতা কর্পোরেশন প্রয়োগ করে মাত্র। অতি সম্প্রতি একজন দায়িত্বশীল ব্যক্তি (চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর প্রতি ইঙ্গিত করে) ও বিশেষ মহল জনমনে বিভ্রান্তি সৃষ্টি, ঘোলা পানিতে মাছ শিকার করার লক্ষে এবং সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নানামুখি অপপ্রচারে লিপ্ত রয়েছে। যার কারণে সরকারের ভাবমর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ ধরনের মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো বন্ধ করার নৈতিক দায়িত্বের অংশ এবং বিশেষ মহলটির মন-মানসিকতা পরিবর্তন করা প্রয়োজন বলে সিটি কর্পোরেশন মনে করে।
গতকাল (সোমবার) সিটি কর্পোরেশনের নির্বাচিত ৫ম পরিষদের ২০তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র একথা বলেন। সভায় নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলরসহ সিটি কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিগত ২০ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ১৯তম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, স্থায়ী কমিটিসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়।
সিটি মেয়র বলেন, সবার জন্য বাসোপযুগী নগর গড়ার প্রত্যয়ে দায়িত্ব পালন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সময় নির্ধারণ করে নগরীতে সিটি কর্পোরেশনের উদ্যোগে হোল্ডিং ট্যাক্স মেলার আয়োজন করা হবে। সেখানে সকল শ্রেণি ও পেশার নাগরিকদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত বিষয়ে জনমনে কোন ধরনের বিভ্রান্তি বা প্রশ্ন থাকলে অথবা কোন অসঙ্গতি থাকলে তা নিরসনে ৪১টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে জনসচেতনতামূলক সমাবেশ করা হবে। মেয়র বলেন, দরিদ্র হতদরিদ্র জনগোষ্টি হোল্ডিং ট্যাক্সের আওতামুক্ত থাকবে। এছাড়াও সরকারের গ্যাজেটে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য যে ধরনের ব্যবস্থা রাখা হয়েছে তাও অনুসরণ করা হবে।
তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের অপতৎপরতা নিরসনে জনমত গঠন এবং জঙ্গি প্রতিরোধ কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম নগরবাসীর প্রশংসা অর্জন করছে। এ কার্যক্রমকে আরো জোরদার করতে হবে। চলমান ১৯ ওয়ার্ডে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ অপসারণ কার্যক্রম নিবিড় পর্যবেক্ষণের জন্য কাউন্সিলরদের অনুরোধ করেন মেয়র।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৌরকর (হোল্ডিং ট্যাক্স) বাড়িয়ে সরকারকে অজনপ্রিয় না করার আহŸান জানিয়েছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। এরপর গতকাল চসিকের সভায় মেয়র আ জ ম নাছির উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাহাস চললেও নগরবাসী আদৌ করের চাপ মুক্ত হবে কিনা সে বিষয়টি রয়ে গেছে অনিশ্চিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।