পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বরিশাল ব্যুরো : বরিশালে প্রিন্সিপালকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি বলে দাবিদার রেজাউল ইসলাম বাপ্পীকে ৩ সহযোগিসহ পুলিশ গ্রেফতার করেছে।
আলোচনার কথা বলে গত শনিবার রাত পৌনে ১০টায় বাপ্পীকে থানায় ডেকে আনার পর তাকে গ্রেফতার দেখানো হয়। পরে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের প্রভাষক অলিউল ইসলাম বাদী হয়ে বাপ্পীসহ ৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ সহযোগিসহ বাপ্পীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার হওয়া বাপ্পীর তিন সহযোগী হচ্ছে সিঅ্যান্ডবি সড়কের এইচএম হাসিবুর রহমান, নবগ্রাম সড়কের রুবেল বেপারী ও ইছাকাঠী সড়কের আ ন ম হাফিজ।
কেতোয়ালী মডেল থানার ওসিÑতদন্ত আতাউর রহমান জানান, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ শচীন কুমার রায়ের কাছে চাঁদা চেয়ে না পেয়ে তার দফতরে ঢুকে প্রকাশ্যে প্রিন্সিপালকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দিয়েছে বাপ্পী ও তার সহযোগিরা। প্রিন্সিপাল এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়ায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।
কোতোয়ালী থানার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১০টার দিকে বিভিন্ন বিষয়ে আলোচনার কথা বলে বাপ্পীকে হাতেম আলী কলেজ এলাকা থেকে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর প্রিন্সিপাল শচীন রায়সহ আরও কয়েকজন শিক্ষককে থানায় ডেকে আনা হয়। প্রিন্সিপালের পক্ষে প্রভাষক অলিউল ইসলাম থানায় লিখিত অভিযোগ দেবার পর তা এজাহার হিসাবে গ্রহণ করে বাপ্পীকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে বাপ্পীকে থানায় আনার পর তার সহযোগীরা দেখা করতে আসলে অপর ৩ জনকেও আটক করে একই মামলায় গ্রেফতার দেখানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার অভিভাবকদের সচেতনামূলক সভা চলাকালে তুচ্ছ ঘটনার জের ধরে বাপ্পীর নেতৃত্বে তার সহযোগিরা বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে প্রিন্সিপালের কক্ষে ঢুকে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকরা এ সময়ে সাংবাদিকদের জানান, ছাত্রত্ব শেষ হলেও বাপ্পী পুরো কলেজ কর্তৃপক্ষকে জিম্মি করে রেখেছে। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে তাকে সম্পৃক্ত না রাখায় বাপ্পী ও তার সহযোগিরা বৃহস্পতিবার অধ্যক্ষকে লাঞ্ছিত করে। অন্যদিকে মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন জানিয়েছেন, বাপ্পী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তার নেতৃত্বাধীন কমিটি ২০১৪ সালের ১৮ নভেম্বর বিলুপ্ত করা হয়েছে। যদিও বাপ্পী দাবি করে আসছেন, নতুন কমিটি গঠন না হওয়ায় তিনিই কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে বরিশাল আওয়ামী লীগ ও ছাত্রলীগ বাপ্পীর অপকর্মের দায়ভার গ্রহণ করবেনা বলে সংবাদপত্রে বিবৃতি পাঠিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।