Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে আড়াই কোটি টাকার ‘অবৈধ’ বেতারযন্ত্র উদ্ধার

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা আড়াই কোটি টাকার বেতারযন্ত্র জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। সম্প্রতি রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ও ফকিরাপুলের কালভার্ট রোডের কসমিক টাওয়ারে ৭টি প্রতিষ্ঠানে বিটিআরসি ও র‌্যাবের এক যৌথ অভিযানে এ সব জব্দ করা হয়। গতকাল (রোববার) কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই অভিযানে অনুমোদনহীন ও অবৈধভাবে আমদানি করা আড়াই কোটি টাকা মূল্যের এক হাজার ৬৪৬টি বেতারযন্ত্র (ওয়াকি-টকি) সেট এবং বিভিন্ন সেটআপ বক্স জব্দ করা হয়। অবৈধভাবে আমদানি করা ৭ প্রতিষ্ঠানকেই প্রায় ২০ লাখ টাকা জরিমানা ও তিন জনকে ছয় মাস করে কারাদÐ প্রদান করা হয়। এছাড়াও অভিযানে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে স্যাটেলাইট পে চ্যানেল ডাউন লিংকের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিটিএইচ, স্কাই টাটা ও সান ডিরেক্ট, সেট টপ বক্স বিক্রি করার অপারাধে স্টেডিয়াম মার্কেটের টোকিও ইলেকট্রনিক্সকে এক লাখ টাকা, নাজমা ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা, প্রাইম ইলেকট্রনিক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করে। এ সময় সায়েম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু সাঈদ, মোঃ রুবেল ও আবু জাফরকে কারাদÐ প্রদান করে। টেলিযোগাযোগ আইন অনুযায়ী স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনুমোদনহীন স্কাই টাটা, সান ডিরেক্ট ইত্যাদি অপারেটরদের সার্ভিস বাংলাদেশে সম্পূর্ণভাবে অবৈধ বলে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থার সচিব মোঃ সরওয়ার আলম বলেন, অবৈধ বেতার যন্ত্রপাতির বিরুদ্ধে বিটিআরসি ও র‌্যাবের ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি কসমিক মার্কেট ও বায়তুল মোকাররম মার্কেট থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি জব্দ করা হয়। আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ