Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে-বাণিজ্যমন্ত্রী

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে, গ্রাম এখন শহরে পরিণত হয়েছে, কুঁড়েঘরের বদলে মানুষ দালানকোঠায় বাস করছে। তিনি কলেন, জাতির পিতার সুযোগ্য কন্যার দু’টি স্বপ্নের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে, বিভিন্ন সূচকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হওয়ার স্বপ্নও অনেক দূর এগিয়েছে। ২০১৮ সালের শেষে অথবা ২০১৯ সালের শুরুতে বর্তমান সরকারের অধীনে, বর্তমান নির্বাচন কমিশনের কর্তৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচন আ’লীগ ও দেশের জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার রজতজয়ন্তী অনুষ্ঠিত হবে। তিনি উপস্থিত জনগণকে আগামী নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে বিজয়ী করার আহŸান জানান।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের গণসংবর্ধনা উপলক্ষে জেলা মুক্তিযোদ্বা সংসদ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা প্রস্তুতি কমিটির আহŸায়ক ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি, মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সেগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-১ আসনের এমপি বাবু সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্বা কমান্ডার মো: আনিছুজ্জামান, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, অ্যাডভোকেট সোহানা তাহমিনা, জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা প্রমুখ। পরে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ