Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাংক উন্নয়নের অংশীদার হতে এখন বাংলাদেশের পিছে ঘুরছে এলজিআরডি মন্ত্রী

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : এখন সারা বিশ্বে উন্নয়নের কথা বললে জাতিসংঘ বলে বাংলাদেশের দিকে তাকাও। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার পদ্মা সেতুর কাজ এগিয়ে নিচ্ছে। যে বিশ্বব্যাংক এক সময় দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পকে বাধাগ্রস্ত করেছে সেই তারাই এখন পা জড়িয়ে ধরে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায়। স্থানীয় সরকার প্রকৌশল ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
তিনি রোববার দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, শেখ হাসিনাই পৃথিবীর একমাত্র নেতা যিনি দিনক্ষণ বেঁধে উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন। মন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগের আজকের সম্মেলনে বিপুল উপস্থিতি প্রমাণ করছে ফরিদপুরের জনগণ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিতে একতাবদ্ধ। নেত্রী যাকে নৌকা দিবেন আমরা সেই নৌকাতেই উঠবো।
জেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শওকত আলী জাহিদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্ল্যাহ, যুগ্ম সম্পাদক ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোঃ আবু কাউসার, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পংকজ দেবনাথ, কেন্দ্রীয় নেতা মেজবাহ উদ্দিন সাচ্চু, আলীম বেপারী, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল পর্বে নেতৃবন্দ ও অতিথিরা স্বেচ্ছাসেবকলীগ ফরিদপুর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি প্রস্তাব করেন। শওকত আলী জাহিদকে সভাপতি ও ফাহাদ বিন ওয়াজেদ ফাইনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ