Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্মিংহামে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্স এর কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

লন্ডন সংবাদদাতা : বার্মিংহামে ব্রিটেনের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান বার্মিংহাম ওয়েস্টবরমইতে অবস্থিত লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের কার্যনির্বাহী পরিষদের এক সাধারণ সভা গত ১৬ মার্চ দুপুরে কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মাও. এম এ কাদির আল হাসান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মিসবাউর রহমানের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ফাউন্ডার মেম্বার, সান্ডওয়েল কাউন্সিলের কাউন্সিলার আলহাজ আহমেদ উল হক এমবিই, ফাউন্ডার মেম্বার মাও. রুকনুদ্দীন আহমদ, ভাইস চেয়ারম্যান মো. গাবরু মিয়া, ক্যাশিয়ার মোহাম্মদ শাহজাহান, মো. খুরশেদ উল হক হাজি আমিরুল ইসলাম (জামাল), মো. এমদাদ হোসাইন, মাও. রফিক আহমদ, মো. সাইফুল আলম, মাও. মো. হুসাম উদ্দিন আল হুমাসদী, হাজী হাসন আলী হেলাল, হাজী সালেহ আহমদ, হাজী সাহাব উদ্দিন, মো. আকিকুর রহমান, মো. আব্দুল হাই, সুফি ইদরিছ আলী, হাফিজ আলী হোসেন (বাবুল), হাজী সাহিদ মিয়া, মো. মছব্বির আলী, শাফিক মিয়া চৌধুরী গণী, প্রমুখ। মাও. আব্দুল মুনিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় কমপ্লেক্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং সর্বস্তরের মুসলমানদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ