পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কলাপাড়া উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে এদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ম্যাপ, দুই জোড়া হ্যান্ড গেøাভস, ছয়টি প্লাস্টিক কৌটা, বেশকিছু কার্বন ও ফয়েল পেপার, বেøড, রেজার, ম্যাগনেটিক পেপার, একটি ডায়াগ্রাম, চারটি মোবাইল ফোন জব্দ করেছে। আটককৃতরা হচ্ছে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার গুলিসাখালী গ্রামের মিলন সিকদার (২৮), কামাল হোসেন (৩০) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার বাবুল খান (৪৫) ও পাপ্পু (২৮)।
পুলিশ জানায়, আটককৃতরা কলাপাড়া থানার সামনে অবস্থিত জামে মসজিদের দক্ষিণ পাশে অবস্থান করে সন্দেহজনকভাবে কথোপকথন করতে ছিল। এসময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।