Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩৮তম বিসিএস প্রিলির প্রস্তুতি

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বাংলা ভাষা ও সাহিত্য
শামসুল আলম
প্রভাষক
ক্যারিয়ার গাইডলাইন
পদাতিকের কবি বলা হয় কাকে?
ক) সুভাষ মুখোপাধ্যায় √খ) নারায়ন গঙ্গোপাধ্যায় গ) সুনীল গঙ্গোপাধ্যায় ঘ) কোনটিই নয়।
মক্তিযুদ্ধ ও তারপর, আমার ৭১-কার লেখা-
ক) মেজর জে. মুখওয়ান্ত সিং √খ) ড. আনিসুজ্জামান
গ) তাহমিনা আনাম ঘ) অধ্যাপক আবু সইয়িদ।
“চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে? কি জাতনা বিষে বুঝিবে সে কীসে কভু আশীবিষে দংশেনি যারে।” উক্তিটি কার?
√ক) কৃষ্ণচন্দ্র মজুদার খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) সুফিায়া বামাল ঘ) কামিনী রায়।
‘বিজয়া’ কোন গ্রন্থের চরিত্র -
√ক) দত্তা খ) শ্রীকান্ত গ) গৃহদাহ ঘ) পরিনীতা।
বিশ শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা কে?
√ক) ড. নীলিমা ইব্রাহিম খ) আখি চৌধুরী গ) আনোয়ার পাশা ঘ) শহীদুল্লাহ কায়সার।
মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?
ক) রজনী খ) নববিধান গ) পদ্মরাগ √ঘ) প্রেমের সমাধী
আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টাব্দ কত সালে প্রথম প্রকাশিত হয়?
ক) ১৯৫২ সালে খ) ১৮৯৯ সালে গ) ১৯৩০ সালে √ঘ) ১৯১৪ সালে।
মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য---
ক) এয়াকুব আলী চৌধুরী খ) শেখ ফজলুল হক √গ) কাজী আব্দুল ওদুদ ঘ) কায়কোবাদ
কবর কবিতায় কয়টি পঙ্ক্তি রয়েছে?
√ক) ১১৮ টি খ) ১৩২ টি গ) ৯৬ টি ঘ) ১০২ টি
নিচের কোনটি কায়কোবাদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ?
√ক) অশ্রæমালা খ) রূপচ্ছন্দা গ) কল্পরেখা ঘ) আনারকলি
খেয়াপারের তরণী কবিতার কবি হচ্ছেন-
ক) গোলাম মোস্তফা √খ) কাজী নজরুল ইসলাম গ) কায়কোবাদ ঘ) সানাউল হক
শান্তি রবীন্দ্রনাথ রচিত একটি -
ক) উপন্যাস √খ) ছোটগল্প গ) প্রবন্ধ ঘ) কাব্যগ্রন্থ
নিচের কোন জন কবি নন
ক) মহাশ্বেতা দেবী খ) তসলিমা নাসরিন √গ) ড. হরগোপাল বিশ্বাস ঘ) সুনীল কুমার নন্দী
সই কে শুনাইল শ্যাম নাম পদটির রচয়িতা কে?
√ক) চন্ডীদাস খ) জ্ঞানদাস গ) গোবিন্দ দাস ঘ) দ্বিজ চন্ডীদাস।
মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
ক) মনসামঙ্গল √খ) চন্ডীমঙ্গল গ) শীতলামঙ্গল ঘ) পদাবলী
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি কে?
√ক) শাহ মুহম্মদ সগীর খ) সাবিরিদ খান গ) শেখ ফয়জুল্লাহ ঘ) মুহম্মদ কবীর
নদের চাঁদ কোন গীতিকার নায়ক --
√ক) মহুয়া খ) মলুয়া গ) দেওয়ানা মদিনা ঘ) কাজল রেখা
সর্বপ্রথম চর্যাপদ প্রকাশিত হয় কত সালে?
ক) ১৯১৬ সালে খ) ১৯০৭ সালে গ) ১৯২৬ সালে ঘ) ১৯২৭ সালে
তাল কাটা গান শুনতে ভালো লাগে নাকি? এখানে, কাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে।
√ক) ছন্দপতন খ) ক্ষত গ) ছোবল ঘ) নষ্ট
‘বন’ এর প্রতিশব্দ নিচের কোনটি নয়?
ক) অটবি খ) উনানী গ) অরন্য √ঘ) বিজুরি
নিচের কোনটি শুদ্ধ বানান - নয়?
√ক) স্বতঃস্ফুর্ত খ) পুনঃপুন গ) নিঃশব্দ ঘ) দুঃসহ
নিচের কোনটি সঠিক নয়-
ক) অহঃ + অহঃ = অহরহঃ খ) অহঃ + অহঃ =অহরহঃ
গ) নীঃ + পতি = নীর্পতি √ঘ) অহ+ নিশ = অহর্নিশ
জগতে অসম্ভব বলে কিছু নেই?
√ক) সরল বাক্য খ) জটিল বাক্য গ) মিশ্র বাক্য ঘ) যৌগিক বাক্য
রসদ কোন ধরনের শব্দ?
√ক) ফারসি শব্দ খ) ফরাসি শব্দ গ) ওলন্দাজ ঘ) চিনা
শাপমুক্ত কোন ধরনের সমাস?
√ক) তৎপুরুষ সমাস খ) কর্মধারয় সমাস গ) বহুব্রীহি সমাস ঘ) অব্যয়ীভাব সমাস
আমাকে যেতে হবে। কাব্যে নি¤œরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
√ক) কর্তায় ২য়া খ) কর্মে ২য়া গ) অপাদানে ২য়া ঘ) অধিকরনে ২য়া
ঊৎধ পারিভাষিক শব্দটির বাংলা রূপ কী?
√ক) অধিকল্প খ) তরুন গ) পুস্তিকা ঘ) কোনটিই নয়।
৫২ সংখ্যাটির কোন লিপিরূপে প্রমিত উচ্চরন পরিস্ফুট?
ক) বাহান্না খ) বায়ান্নো গ) বাউন্নো ঘ) বাহান্নো
কোন বানান শদ্ধ?
ক) মরিচিকা খ) মরিচীকা √গ) মরীচিকা ঘ) মরীচীকা
‘খাতক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বন্ধু খ) সম্পদ √গ) মহাজন ঘ) জমি।
কোনটি শদ্ধ বানান -
ক) দন্দ খ) দ্বন্দ √গ) দ্ব›দ্ব ঘ) দম্ব
গ্রিক শব্দ কোনটি?
ক) তুফান খ) লুঙ্গী গ) কুশন √ ঘ) দাম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন