পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : বিমানবন্দর সড়কের আলোচিত সেই তিনটি সেতু নির্মাণের দায়িত্ব পেল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলীকে এ তিনটি সেতু নির্মাণ কাজ সরাসরি তদারক করতে বলা হয়েছে। এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী স্বাক্ষরিত এ পত্রে গতকাল (বৃহস্পতিবার) এ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষোভ এবং অসন্তোষ দুইদিনের মাথায় সেতু তিনটি নির্মাণের দায়িত্ব সিটি কর্পোরেশন থেকে নিয়ে নেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আর গতকাল বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দেয়া হলো। এলজিইডির প্রধান প্রকৌশলীকে সেতু তিনটি দ্রæততম সময়ের মধ্যে নির্মাণ সম্পন্ন এবং ব্যক্তিগতভাবে তদারকিরও দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী এ ব্যাপারে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দিয়েছেন।
বিমানবন্দর সড়কে তিনটি গুরুত্বপূর্ণ পুরাতন সেতু ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। গত বছরের ডিসেম্বর মাসে সেতু তিনটির কাজ শেষ হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত কাজ হয়েছে গড়ে ৩০ ভাগ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন জাপানি সংস্থা জাইকার অর্থায়নে সেতু তিনটির নির্মাণ কাজে হাত দেয়। ‘সিটি গভর্নেন্স প্রজেক্টের’ আওতায় গৃহীত প্রকল্পে রুবি সিমেন্টের পাশে ১৪ মিটার লম্বা আরসিসি সেতু, ৯নং গুপ্ত খালের উপর ২০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু এবং ১৫ নং খালের উপর ৪০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হয় ২০১৫ সালে। তিনটি সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৯ কোটি টাকা।
পুরাতন সেতু ভেঙে বিকল্প সেতু বসিয়ে সড়কটি সচল রাখা হয়েছে। যানবাহন চলছে একমুখী। এ কারণে সড়কজুড়ে তীব্র যানজট হচ্ছে। এতে করে লোকজনকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সড়কটি দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দ্রæত সেতু নির্মাণ করে সড়কটি সচল করার নির্দেশনা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।