পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান ও সায়েমের বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনে ডিবি কার্যালয়ে গেলে সংবাদকর্মী তাহের হোসেনকে তারা লাঞ্ছনা করেন বলে ভুক্তভোগি সাংবাদিক অভিযোগ করেন।
তাহের হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেফতারের খবর পেয়ে জেলা গোয়েন্দা কার্যালয়ের গেটের সামনে যাবার পর কনস্টেবল আমাকে থামিয়ে বলেন ভেতরে সাংবাদিক প্রবেশ নিষেধ আছে। তখন আমি প্রতি উত্তরে বললাম, ওই যে ভেতরে অনেক লোকজন দেখা যাচ্ছে। একথা বলার সাথে সাথেই ভেতর থেকে দারোগা মিজান ও সায়েম এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, চশমা ভেঙে ফেলে এবং মোবাইল ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, এরপর তারা আমায় টেনে-হিঁচড়ে হাজতখানার সামনে নিয়ে আরেক দফা লাঞ্ছিত করে। এ সময় অন্য দারোগারা এসে আমাকে উদ্ধার করে। পরে ইন্সপেক্টর তদন্ত মোবাইল ফোন ফিরিয়ে দেয়। আমি বাইরে আসার পথে ফের দারোগা মিজান আমাকে উদ্দেশ করে অকথ্য গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দেয়। ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার ফোরকান আহম্মেদকে জানানো হলে তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম জনৈক সাংবাদিককে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ওই সাংবাদিক আমাকে জানাতে পারতো। ঠিক আছে বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। প্রসঙ্গত, তাহের হোসেন একাত্তর লাইভ ডটকমের বার্তা সম্পাদক ও স্থানীয় দৈনিক সোজা সাপটার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।