Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিবি কার্যালয়ে সাংবাদিক লাঞ্ছিত ওসি জানেন না কিছুই!

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে স্থানীয় এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান ও সায়েমের বিরুদ্ধে। গত বুধবার রাত ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনে ডিবি কার্যালয়ে গেলে সংবাদকর্মী তাহের হোসেনকে তারা লাঞ্ছনা করেন বলে ভুক্তভোগি সাংবাদিক অভিযোগ করেন।
তাহের হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেফতারের খবর পেয়ে জেলা গোয়েন্দা কার্যালয়ের গেটের সামনে যাবার পর কনস্টেবল  আমাকে থামিয়ে  বলেন ভেতরে সাংবাদিক প্রবেশ  নিষেধ আছে। তখন আমি  প্রতি উত্তরে বললাম,  ওই যে  ভেতরে অনেক লোকজন দেখা যাচ্ছে। একথা বলার সাথে সাথেই ভেতর থেকে দারোগা মিজান ও সায়েম এসে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে, চশমা ভেঙে ফেলে এবং মোবাইল ছিনিয়ে নেয়।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, এরপর তারা আমায় টেনে-হিঁচড়ে হাজতখানার সামনে নিয়ে আরেক দফা লাঞ্ছিত করে। এ সময় অন্য দারোগারা এসে আমাকে উদ্ধার করে। পরে  ইন্সপেক্টর তদন্ত মোবাইল ফোন ফিরিয়ে দেয়। আমি বাইরে আসার পথে ফের দারোগা মিজান আমাকে উদ্দেশ করে অকথ্য গালিগালাজ করে ও নানাভাবে হুমকি দেয়। ঘটনার বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার ফোরকান আহম্মেদকে জানানো হলে তিনি বিষয়টি দেখবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল ইসলাম জনৈক সাংবাদিককে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে ওই সাংবাদিক আমাকে জানাতে পারতো। ঠিক আছে বিষয়টি আমি খোঁজ নিচ্ছি। প্রসঙ্গত, তাহের হোসেন একাত্তর লাইভ ডটকমের বার্তা সম্পাদক ও স্থানীয় দৈনিক সোজা সাপটার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।






 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ১৭ মার্চ, ২০১৭, ১১:১৭ পিএম says : 0
    বার বার সুযোগ সৃষ্টি করে সাংবাদিক পিটিয়ে পুলিশ সমাজকে কি বার্তা দিতে চায় এর জবাব আমি একজন মুক্তিযোদ্ধা এবং সাংবাদিক হিসাবে ইনকিলাবের সম্মানিত সম্পাদক বাহাউদ্দিন সাহেবের মধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি একজন মুক্তিযোদ্ধাও বটে ওনার নিকট থেকে জানতে চাই। পুলিশের কাজে বাঁধা দেবার সাহস কাওর নেই তারপরও মিথ্যা ভাবে পুলিশের কাজে বাধা প্রদান দেখিয়ে সাধারন মানুষকে পুলিশ মারপিট করে এবং মামলায় জড়িয়ে হাজতে নিক্ষেপ করে। কিন্তু সাংবাদিকদের কাজে বাঁধা দিয়ে অন্যায় ভাবে পুলিশ মার পিট করে এর সাজা কি এবং এই মার পিটের আইনত অধিকার আছে কিনা এর জবাব পুলিশমন্ত্রী মুক্তিযোদ্ধা কামাল সাহেবকে দিতেই হবে। পুলিশমন্ত্রী এর জবাব না দিলে আমি মনে করি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ে উচিৎ। আল্লাহ্‌ আমাদেরকে এসব জালীম পুলিশের হাত থেকে রক্ষা করুন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ