Inqilab Logo

বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ যিলহজ ১৪৪৫ হিজরী

মোদিকে পাকিস্তানি শিশু ‘আমরা আর বুলেট কিনব না, বই কিনব’

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:৩৪ এএম


ইনকিলাব ডেস্ক : ‘উত্তর প্রদেশে বিজেপি জয় পেয়েছে। ভারতীয় জনগণের হৃদয় জয় করতে পেরেছিলেন বলেই আজ এই জয় আপনার। আরও ভারতীয় ও পাকিস্তানি জনগণের হৃদয় যদি জিততে চান, তাহলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠায় আপনার পদক্ষেপ নেয়া উচিত। .চলুন সিদ্ধান্ত নিই যে আমরা আর বুলেট কিনব না, বই কিনব। আমরা আর বন্দুক কিনব না, আমরা দারিদ্র্য মানুষের জন্য ওষুধ কিনব।’
উত্তর প্রদেশ নির্বাচনে জয়লাভের পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে লেখা একটি চিঠিতে পাকিস্তানের আকিদাত নাভিদ নামের ১১ বছর বয়সী এক শিশু এসব কথা লিখেছে।
গতকাল (বুধবার) ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, আকিদাত নাভিদ লাহোরের ক্যাথেড্রাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। গতকাল সকালে মোদিকে উদ্দেশ করে তার লেখা এই চিঠিটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের হাতে পৌঁছায়।
নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কর্মকর্তারা শিশুর হাতে লেখা এই চিঠিটির অনেক প্রশংসা করেছেন। দুই পৃষ্ঠার চিঠিতে আকিদাত নাভিদ মোদিকে বিশেষ বার্তা দিয়ে আরও লিখেছে, ‘সুপ্রিয় মোদি, বাবা আমাকে একবার বলেছিলেন, অন্যের হৃদয় জয় করা একটি অসাধারণ কাজ। আপনিও ভারতীয় জনগণের হৃদয় জিতে নিয়েছেন, এ কারণেই উত্তর প্রদেশ নির্বাচনে জিতেছেন। আর ভারতীয় ও পাকিস্তানি জনগণের হৃদয় যদি জিততে চান, তাহলে দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও শান্তি প্রতিষ্ঠায় আপনার পদক্ষেপ নেয়া উচিত। দুই দেশের মধ্যে সুসম্পর্ক খুব দরকার। চলুন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির সেতু স্থাপন করি। চলুন, সিদ্ধান্ত নিই যে, আমরা আর বুলেট কিনব না, বই কিনব। আমরা আর বন্দুক কিনব না, আমরা দারিদ্র্য মানুষের জন্য ওষুধ কিনব।’
চিঠির শেষে মোদিকে আবারও শুভেচ্ছা জানিয়ে আকিদাত জানিয়েছে, ‘দেখুন, আমাদের হাতেই আমাদের সিদ্ধান্ত, হয় শান্তি নয় সঙ্ঘাত।’





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ