পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ার পরও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। গ্যাসের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি কাঁদুনে গ্যাস ছুড়ে পন্ড করে দিয়েছে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশের সঙ্গে বামদলের নেতাদের সংঘর্ষ শুরু হলে প্রায় এক ঘণ্টা প্রেসক্লাব এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি শান্ত হলে আবার যান চলাচল শুরু করে। পূর্ব ঘোষিত গতকালের কর্মসূচিতে পুলিশি এই নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাম দলগুলো।
গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলসহ ৭ দফা দাবিতে গত ২৮ ফেব্রুয়ারি হরতালের পর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের এই কর্মসূচি দেয়া হয়েছিল সিপিবি-বাসদ, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বাম দলগুলোর পক্ষ থেকে। সে অনুযায়ী গতকাল দুপুরে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার নেতাকর্মীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আন্দোলনকারীরা দুপুরের দিকে মিছিল নিয়ে পল্টন ঘুরে প্রেসক্লাবের পূর্ব পাশের গলি দিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। মিছিলকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেয়। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং টিয়ারশেল ও গরম পানি ছিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের পিটুনি খেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন বাম দলগুলোর নেতা-কর্মীরা। সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এ সময় বলেন, এটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সরকার সে কর্মসূচিও পালন করতে দিচ্ছে না। রাষ্ট্র কার্যত পুলিশি রাষ্ট্র হয়ে গেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
পুলিশের আঘাতে কতজন আহত হয়েছেন জানতে চাইলে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এখন পর্যন্ত সঠিক সংখ্যা বলতে পারব না। তবে ছাত্র ইউনিয়নের শাহরিয়ার নামের এক কর্মীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানতে পেরেছি। পুলিশের বাধার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নাবিদ কামাল সাংবাদিকদের বলেন, তারা ব্যারিকেড ভেঙে প্রবেশ করে রাস্তার উভয় পাশে রাখা গাড়ি ভাঙচুর করছিল, পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ছিল। পুলিশ তখন অ্যাকশনে গেছে। আমি নিজেও হাতে আঘাত পেয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।