Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার কমিশনের ৬০০তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসির অনুমোদনের ফলে, ব্যাংকটি অভিহিত মূল্য ১০ টাকা দরে ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ৫৬ কোটি ৩৮ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৬৩ কোটি ৮২ লাখ টাকা সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি। যা দিয়ে মূলধনের পর্যাপ্ততা ও বেসেল-৩ এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।
ব্যাংকটি ২০১৬ সালের ৬ মাসের ব্যবসায় (জানুয়ারি-জুন) শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১ টাকা ৬১ পয়সা। আর ৩০ জুনে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৩৮ পয়সা। ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ