Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাতের স্থাপনা সরিয়ে নিয়েছে মার্কিন দূতাবাস

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিরাপত্তা আর সৌন্দর্যবর্ধনে রাজধানীতে মার্কিন দূতাবাসসহ বেশকিছু রাষ্ট্রের দূতাবাস সংলগ্ন ফুটপাত দখল করে গড়ে তুলেছে কংক্রিটের তৈরী বিভিন্ন স্থাপনা। ফুটপাতে চলাচল করতে না পেরে ঝুঁকি নিয়ে সড়কের উপর দিয়েইে চলাচল করছেন পথচারীরা। তবে গতকাল মঙ্গলবার ফুটপাতের উপর গড়ে তোলা এ সমস্ত স্থাপনা সরিয়ে নেয়া শুরু করেছে মার্কিন দূতাবাস।
গতকাল মঙ্গলবার সকালের দিকে নতুন বাজার থেকে গুলশান ২ এ ঢোকার পথে বসানো কংক্রিটের তৈরি যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে থেকে স্থায়ী পুলিশ চেকপোস্টটি ভেঙ্গে সরিয়ে নেয়া হয়।
এ সময় দাঁড়িয়ে থেকে সেটি ভাঙার কাজ তদারকি করেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ঠিকাদার বোরহান উদ্দিন খান। তিনি বলেন, স্থাপনা নিয়ে অভিযোগ থাকায় দূতাবাস এটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, আমাকে যতোটুকু বলা হয়েছে আমি ততোটুকুই ভাঙ্গার কাজ করছি। বাকি অংশ কি হবে না হবে তা দূতাবাসই বলতে পারবে।
আমেরিকান দূতাবাসের গাঁ ঘেষেই রয়েছে কানাডার দূতাবাস। সেখানেও একইভাবে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এ ছাড়া জাপান, চীন, কোরিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডসহ কয়েকটি দূতাবাস ঘুরে দেখা যায়, ফুটপাত দখল করে কোনোটির সামনে বসানো হয়েছে বড় বড় ফুলের টব, কোনোটির সামনে লোহার পাইপ ও রেলিং। আবার কোথাও লেখা রয়েছে নো পার্কিং।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ