পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট করার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গতকাল (মঙ্গলবার) রাজধানীর নিউমার্কেট মোড় অবরোধ করেছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউমার্কেট মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়।
গার্হস্থ্য অর্থনীতি কলেজ ক্যাম্পাস থেকে কয়েকশ’ শিক্ষার্থী মিছিল নিয়ে এসে নীলক্ষেতে মিরপুর ডাইভার্সন রোডে অবস্থান নেয়। এতে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এর আগে সোমবারও দাবি আদায়ে চার ঘণ্টা নিউমার্কেট মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছিল শিক্ষার্থীরা।
দাবি আদায়ে তারা গত ১১ মার্চ থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছে।
আন্দোলন করতে আসা এক শিক্ষার্থী ইনকিলাবকে বলেন, আমরা আমাদের দাবি পূরণ না হলে ক্লাসে ফিরবো না।
তারা আজ আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়ে তাদের গতকালের কর্মসূচী শেষ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।