পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : চাঁদা না দেয়ায় ফুলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদাল হোসেনকে যুবলীগ নেতার মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোদারিয়া খাদ্য গুদামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিও’র বিপরীতে ডিলারদের চাল বিতরণ করা অবস্থায় ১২ মার্চ সন্ধ্যায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন গুদামে প্রবেশ করে ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবদাল হোসেনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবদাল হোসেনকে গালাগাল ও মারধর করে। এ সময় তার ডাক চিৎকারে গুদামের কর্মচারী ও ডিলার এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলপুর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবদাল হোসেন বাদী হয়ে সোমবার রাতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফুলপুর থানায় মামলা নং ১২(৩)১৭ দায়ের করেন। ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আবদাল হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেই সাথে ২ দিনের মধ্যে আসামি গ্রেফতার না হলে সারা দেশব্যাপী এসোসিয়েশনের পক্ষ থেকে আন্দোলনে যাওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।