Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ-ভারত সামরিক চুক্তি বিষয়ে কিছুই জানেন না শ্রীংলা

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


তিস্তা চুক্তি হবে কি না আলোচনায় ঠিক হবে : গঙ্গা ব্যারেজ প্রকল্প ভালো উদ্যোগ
ক‚টনৈতিক সংবাদদাতা : ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তার পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব হবে কি না তা আলোচনার মাধ্যমেই নির্ধারণ হবে। তিনি গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হকের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সামরিক চুক্তি বিষয়ে তিনি কিছুই জানেন না। মিডিয়ার কাছেই এমনটা শুনছেন।
শ্রীংলা ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ সম্পর্কে স¤প্রতি প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। গঙ্গা ব্যারেজ প্রকল্প বিষয়টিকে ভালো উদ্যোগ জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে যৌথ একটি কমিশন কাজ করছে।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ মন্ত্রণালয়ের মাধ্যমেই জানানো হবে বলে জানান। দিল্লী সফরে শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি ভবনে থাকবেন সে বিষয়টি আবারও স্বরণ করিয়ে দেন শ্রীংলা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দিল্লী সফরে যাচ্ছেন। ৮ এপ্রিল দিল্লীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে মোদির সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ জিয়ারতে যাবেন। এর পরদিন ঢাকায় ফিরবেন তিনি।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রæয়ারি ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকরের ঢাকা সফরকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতিমূলক আলোচনা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ