Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদ জিয়া আদালতে যাবেন আজ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টা : রাষ্ট্রদ্রোহের একটি ও নাশকতার ১০টিসহ মোট ১১ মামলায় হাজিরা দিতে আজ (মঙ্গলবার) ঢাকার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, অন্য কোনো সমস্যা সৃষ্টি না হলে বিএনপি চেয়ারপারসন ১১ মামলায় হাজিরা দিতে আগামীকাল (মঙ্গলবার) আদালতে উপস্থিত হবেন। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মামলাগুলো বিচারাধীন। এই বিচারক পুরান ঢাকার জনসন রোডে মূল আদালতে বসবেন। ফলে এই মামলায় পুরান
ঢাকার ওই আদালতেই যাবেন খালেদা।
জিয়া ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া বকশীবাজারে বিশেষ এজলাসে হাজিরা দিচ্ছেন। এই ১১টি মামলার মধ্যে নাশকতার অভিযোগে আটটি মামলা রাজধানীর দারুস সালাম থানার। যাত্রাবাড়ী থানার মামলা রয়েছে দুটি। ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ