পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হাব নেতাদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না -ধর্মমন্ত্রী
স্টাফ রিপোর্টার : হজ ব্যবস্থাপনা নিয়ে কোনো অনিয়ম ও দুর্র্নীতির সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে চলছে। স্বচ্ছতার ভিত্তিতেই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন (২-১৭) কার্যক্রম সম্পন্ন হয়েছে। হাবের আসন্ন নির্বাচন উপলক্ষে দু’টি গ্রæপ একপক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য প্রাক-নিবন্ধন নিয়ে অহেতুক নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। হাব নেতাদের অনুরোধেরই ২০ ফেব্রæয়ারি শেষ বেলায় প্রাক-নিবন্ধনের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল। হাব নেতাদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক কথায় কেউ কান দেবেন না।
গতকাল সোমবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান তার দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। এসময়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিন ও পিও আবু সাঈদ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, মানুষ যাতে আমাদের প্রতি আস্থা রাখে তা’ মাথায় রেখেই স্বচ্ছ¡তার ভিত্তিতে দায়িত্ব পালন করছি। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই; প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ম মন্ত্রণালয়ের একজন খাদেম হিসেবে দায়িত্ব দেয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আল্লাহর মেহমান হাজীযাত্রীদের খেদমতে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছি। আগামী ৩০ মার্চের পর সরকারি অব্যবহৃত হজকোটা বেসরকারি কোটায় হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও ধর্মমন্ত্রী উল্লেখ করেন। সকলের আন্তরিক সহযোগিতায় চলতি বছর হজের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আশাবাদ ব্যক্ত করেন। যুগ্ম সচিব (হজ) মো. হাফিজ উদ্দিন বলেন, বুয়েটের দু’জন আইটি বিশেষজ্ঞ, হাবের দু’জন প্রতিনিধি ও ধর্মমন্ত্রণালয়ের প্রতিনিধির কড়া নজরদারির ভিত্তিতেই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, প্রাক-নিবন্ধন নিয়ে হাবের অভিযোগের ভিত্তিতে গঠিত কমিটির রিপোর্ট আগামী দুই-এক দিনের মধ্যে পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এদিকে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজা অ্যাডভোকেট আবদুুল্লাহ আল-নাসের এক বিবৃতিতে অবিলম্বে সরকারি অব্যবহৃত হজ কোটা বেসরকারি ব্যবস্থাপনায় ক্রমানুসারে হস্তান্তর করার জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন। তিনি অতিরিক্ত প্রাক-নিবন্ধিত প্রায় ৭০ হাজার হজযাত্রীকে চলতি বছর হজে পাঠানোর জন্য সউদী সরকারের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।