Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংরক্ষিত আসনে ৪০ নারী প্রার্থীর ২৩ জনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে মাস্টার্স

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাদিক মামুন, কুমিল্লা থেকে : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪০ নারী প্রার্থী। যাদের মধ্যে গৃহিণী, আইনজীবী, শিক্ষক, পল্লীচিকিৎসক, মৌসুমী ব্যবসায়ী, টেইলারিং ও বিউটিশিয়ান রয়েছেন। ৪০ নারী প্রার্থীর মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি, এইচএসসি, স্নাতক, এলএলবি ও মাস্টার্স পর্যায়ে রয়েছেন ২৩ জন। বাকিরা ৮ম-৭ম শ্রেণি ও স্বশিক্ষিত হিসেবে নিজেদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হলফনামায় উল্লেখ করেছেন।
সংরক্ষিত আসনের ৯টি ওয়ার্ডে এবারের নির্বাচনে অংশ নেয়া নারী প্রার্থীদের বিষয়ে কুমিল্লার নারী নেত্রীরা তাদের মত পোষণ করে বলেছেন সৎ ও শিক্ষিত নারীরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে সমাজ উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা রাখতে পারবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের বিষ্ণুপুর, ভাটপাড়া ছোটরা, কালিয়াজুরি ও শাসনগাছা এলাকা নিয়ে ১ নম্বর সংরক্ষিত আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তাদের মধ্যে ছোটরা সেমিটারিরোড মধ্যপাড়ার বাসিন্দা আছিয়া মাহজাবিন খানের শিক্ষাগত যোগ্যতা এমএসএস, এলএলবি। তিনি পেশায় আইনজীবী। অপর চার প্রার্থীর মধ্যে বিষ্ণুপুর পাতিলশাহ মাজার রোড এলাকার মমতাজ বেগম বিএসএস ডিগ্রীধারী। তিনি পেশায় গৃহ শিক্ষক। কারিয়াজুরি এলাকার এইচএসসি পাস কাউসারা বেগম পেশায় গৃহিণী। ঝরণা আক্তারের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী। ছোটরা পুরাতন ডিসি রোডের এ নারী প্রার্থী সেলাইকাজ করেন। আর ৮ম শ্রেণী পড়–য়া নাসিমা জামানের বাড়ি ভাটপাড়ায়। তিনি গৃহিণী। জাহাননগর, কাপ্তানবাজার ও ইসলামপুর, গাংচরের, রাজগঞ্জ, মনোহরপুর ও গঙ্গাগঞ্জের চানপুর, শুভপুর, চকবাজার নিয়ে গঠিত ২ নম্বর সংরক্ষিত আসনে মোট প্রার্থী ৫ জন। পেশায় সবাই গৃহিণী। শিক্ষাগত যোগ্যতায় প্রথম সারিতে রয়েছেন নতুন কাপ্তান বাজার এলাকার হাসিনা নবাব চম্পা। তিনি বিএসএস ডিগ্রীধারি। পূর্ব চানপুর এলাকার নাদিয়া নাসরিন এসএসসি পাস। শাহসুজা মসজিদ রোড উত্তর গাংচরের রোকসানা বেগমের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। শাহসুজা মসজিদ রোড উত্তর গাংচর এলাকার সামছুন্নাহারের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী। রাজগঞ্জ রাজবাড়ী কম্পাউন্ড এলাকার শাহিন আক্তার ৭ম শ্রেণী পর্যন্ত পড়েছেন।  ঠাকুরপাড়া, গোবিন্দপুর, অশোতলা, দ্বিতীয় কান্দিরপাড়ের একাংশ, ঝাউতলা, কান্দিরপাড়, বাগিচাওগাঁওয়ের একাংশ নিয়ে ৩ নম্বর সংরক্ষিত আসনে তিন প্রার্থীর মধ্যে পুরাতন কাস্টমস গোডাউন, দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার উম্মে কুলসুমের শিক্ষাগত যোগ্যতা বিএ। পেশায় তিনি গৃহিণী। বিএবিএড ডিগ্রীধারি কোটবাড়ি রোড, দক্ষিণ ঠাকুড়পাড়ার বাসিন্দা সুরাইয়া বেগম পেশায় শিক্ষক। আর অশোকতলার স্বশিক্ষিত নীলুফা ইয়াসমিন পেশায় গৃহিণী।
বাগিচাগাঁও, মনোহরপুর ও উত্তর চর্থার একাংশ, বজ্রপুর ও উত্তরচর্থার একাংশ নিয়ে ৪ নম্বর সংরক্ষিত আসনে ৪ প্রার্থীর একজন স্বশিক্ষিত। তিনি হলেন পেশায় গৃহিণী ধর্মসাগর পশ্চিমপাড়ের জোস্না আক্তার। অপর ৩ প্রার্থীর সবাই এইচএসসি পাস। তারমধ্যে রয়েছেন মনোহরপুরের অনিতা সরকার। তিনি গৃহিণী। বজ্রপুর ইউসুফ স্কুল রোডের রুমা আক্তার। তিনিও গৃহিণী। ধর্মসাগর পশ্চিমপাড়ের আরেক প্রার্থী টিলটি সেন গুপ্ত পেশায় বিবিধ ব্যবসার সাথে জড়িত। দক্ষিণ চর্থা,  দ্বিতীয় মুরাদপুরের একাংশ, বজ্রপুরের একাংশ ও প্রথম মুরাদপুর নিয়ে ৫ নম্বর সংরক্ষিত আসনে প্রতিদ্ব›িদ্বতা করছেন ৪ প্রার্থী। তারমধ্যে বজ্রপুর পুরাতন মৌলভা পাড়ার এইচএসসি পাস সীমা আক্তারের রয়েছে পার্লার ব্যবসা। একই এলাকার এসএসসি পাস মোসাম্মৎ ফরিদা আক্তার পেশায় গৃহিণী। দ্বিতীয় মুরাদপুরের নুরজাহান আলম পুতুল ৮ম শ্রেণী পাস। পেশায় গৃহিণী। ১ম মুরাদপুর পশ্চিম কাটাবিলের বাসিন্দা পারভীন আক্তার ৮ম শ্রেণী পর্যন্ত পড়েছেন। তিনি হস্তশিল্প পেশায় জড়িত। টিক্কাচর, সংরাইশ, দ্বিতীয় মুরাদপুরের একাংশ, সুজানগর, নুরপুর নিয়ে ৬নম্বর সংরক্ষিত আসনে ৫ প্রার্থীর মধ্যে নুরপুর উত্তরপাড়ার এসএসসি পাস হোসনে আরা তালুকদার হস্তশিল্প পেশায় জড়িত। ৮ম শ্রেণী পাস দ্বিতীয় মুরাদপুরের নেহার বেগম, পাথুরিয়াপাড়ার স্বশিক্ষিত রোকেয়া বেগম ও দ্বিতীয় মুরাদপুরের আঞ্জুমানারা বেগম গৃহিণী। তেলিকোনার ৮ম শ্রেণী পাস হাসনা বেগম মৌসুমী ব্যবসায়ী।
নেউরা, সৈয়দপুর, নোয়াপাড়া, উত্তর রসুলপুর, দক্ষিণ রসুলপুর, রাজাপাড়া, উনাইসার, কাজীপাড়া, দিশাবন্দ, লক্ষীনগর, আশ্রাফপুর, জাঙ্গালিয়া, রামনগর ও শাকতলা এলাকা নিয়ে ৭ নম্বর সংরক্ষিত আসনে চার প্রার্থীর মধ্যে নাজনীন কাজল এলএলবি-এলএলএম ডিগ্রীধারী। রাজাপুরের এ নারী প্রার্থী আইন পেশায় রয়েছেন। নেউরা সৈয়দপুরের রাইয়ানুল জান্নাত রোজা মাস্টার্স পাস। তিনি মৌসুমী ব্যবসায়ী। বিকম পাস উত্তর রসুলপুর মোক্তারবাড়ির উম্মে সালমা ব্যবসায়ী এবং এইচএসসি পাস দক্ষিণ আশ্রাফপুর হোসনে আরা বেগম গৃহিণী। উত্তর রামপুর, উত্তর হিরাপুর, মোস্তফাপুর, কচুয়া, দক্ষিণ গোপিনাথপুর, দৈয়ারা, বড় দুর্গাপুর, লক্ষীপুর, শ্রীভল্লবপুর, শ্রীমন্তপুর, দূুর্গাপুর, চাঙ্গিনী, চাঁদপুর, জয়পুর, মনিপুর, মঠপুস্কুরিনী, বাতাবাড়িয়া, নন্দনপুর, উত্তর বাগমারা, দক্ষিণ বাগমারা, ফিরোজপুর, লালমাইয়ের একাংশ, বার্ড, কোটবাড়ী, বিজিবি ক্যাম্প, পলিটেকনিক, রামপুর, সালমানপুর এলাকা নিয়ে ৮ নম্বর সংরক্ষিত আসনে সালমানপুর কোটবাড়ি এলাকার এসএসসি পাস ফরিদা ইয়াসমিনের পেশা ব্যবসা। ৮ম শ্রেণী পাস দুই প্রার্থী মনিপুর হালিমানগরের খোদেজা বেগম ও লক্ষীপুরের ফারহানা পারভীন গৃহিণী। কালিকিংকরপুর, চৌয়ারা, ছোট ধর্মপুর, ডুমুরিয়া, তারাপাইয়া, দয়াপুর, লক্ষীপুর, কালিকাপুর, গোয়ালমথন, চাংগিনি, ধনপুর, বল্লভপুর, বাউবন্দ, রাজেন্দ্রপুর, মহেশপুর, উত্তরধনাইতরি, উলুরচর, কমলাপুর, ধনাইতরী, পাঠানকোট, মাটিয়ারা পূর্ব-পশ্চিম, রায়পুর, সাওড়াতলী, নোয়াগ্রাম নিয়ে গঠিত ৯ নম্বর সংরক্ষিত আসনে এইচএসসি পাস শাহীন আক্তার টেইলারিং পেশায় জড়িত। তার বাড়ি ছোট ধর্মপুর। গৃহিণী পেশার উত্তর ধনাইতরীর সেলিনা আক্তার এইচএসসি পাস। চৌয়ারা উত্তরপাড়ার এসএসসি পাস মনোয়ারা বেগম পল্লী চিকিৎসক। ধনেশ্বরের এসএসসি পাস জেসমিন আক্তার লাকী গৃহিণী। ৮ম শ্রেণী পাস তিন প্রার্থীর মধ্যে বাউবন্দের জোলেখা বেগম, চৌয়ারার সামসুন্নাহার পেশায় গৃহিণী এবং কালিকিংকরপুরের রুবি আক্তার পেশায় গবাদী পশু ও হাসমুরগী পালনকারী।    
কুসিকের ৯টি সংরক্ষিত আসনে প্রতিদ্ব›িদ্বতাকারী ৪০ নারী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দিক তুলে ধরে নগরীর নারীনেত্রীদের কয়েকজন জানান, এলাকার সার্বিক উন্নয়নের জন্য শিক্ষিত জনপ্রতিনিধি প্রয়োজন। যারা এলাকার দরিদ্র নারী গোষ্ঠীর জন্য, শিশুদের জন্য কাজ করতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ