Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিঠে এন্টেনা যুক্ত ১৫ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : সাতক্ষীরার তালা উপজেলার একটি মাঠ থেকে ১৫ কেজি ওজনের একটি পিঠে এন্টেনাযুক্ত কচ্ছপ (কাছিম) পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার খেশরা ইউনিয়নের পাখিমারা বিলে স্থানীয় বাসিন্দা শেখ ওহাব উদ্দিন মাছ ধরার সময় কচ্ছপটি পান। পরে তিনি কচ্ছপটি স্থানীয় শ্রীমন্তকাটি নতুন বাজার মৎস্য আড়ৎ-এ বিক্রির জন্য নিয়ে আসেন। এ সময় জনতা কচ্ছপটি দেখার জন্য মৎস্য আড়ৎ-এ ভিড় জমাতে থাকেন। এক পর্যায়ে বিষয়টি খেশরা পুলিশ ফাঁড়িতে জানানো হলে সেটি তালা থানায় নিয়ে আসা হয়। খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাজেদ হাওলাদার জানান, তিনি কচ্ছপটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কচ্ছপের পিঠে একটি এন্টেনা, একটি জিপিএস ট্রাকার সেট করা আছে এবং একটি স্টীকারে লেখা আছে ওউ-১৬৫৩৩৭-চ০২৭৯২, চজঙঔঊঈঞ-ইঅঞঅএটজ ইঅঝকঅ, ঠওঊঘঘঅ-তঙঙ, ইঅঘএখঅউঊঝঐ-২০১৬,ঝওজঞজঅঈক। কচ্ছপটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি।  
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, তিনি বনবিভাগের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তারা স্যাটেলাইট যন্ত্রযুক্ত কচ্ছপটি দেখে সিদ্ধান্ত নেবেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন জানান, দ্রæত কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ