Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী লক্ষীপুর যাচ্ছেন আজ

১০ প্রকল্পের উদ্বোধন ও ১৭টির ভিত্তিস্থাপন

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:২৯ এএম, ১৪ মার্চ, ২০১৭

হোসাইন আহমদ হেলাল : কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। জেলা শহরের সর্বত্র সাজ সাজ রব ও উৎসবের আমেজ বয়ে চলছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেত্রীবৃন্দ লক্ষীপুরে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১.৩০ মিনিট সময়ে লক্ষীপুর সার্কিট হাউজে উপস্থিত হবেন। দুপুর ২.৪০ মিনিট সময়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে যাত্রা করবেন। এ সময়ে প্রধানমন্ত্রী লক্ষীপুরের ১০টি প্রকল্প উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে- রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), লক্ষীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষীপুর সদর উপজেলা পরিষদ ভবন এবং উপজেলা পরিষদ অডিটরিয়াম, কমলনগর উপজেলা পরিষদ ভবন, কমলনগর উপজেলা পরিষদ অডিটরিয়াম,লক্ষীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র, কমলনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও প্রাণিসম্পদ হাসপাতাল।
ভিত্তিপ্রস্তর স্থাপন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে লক্ষীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর উপজেলা মজুচৌধুরীর হাটে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস, লক্ষীপুর সদর পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার্স মেস, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, লক্ষীপুরে ৫০০ মেঃ টন ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ কাজ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি গ্রিড উপকেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, মজুচৌধুরীর হাট নৌ-বন্দর, লক্ষীপুর পৌর আধুনিক বিপণি বিতান, রামগঞ্জ আনসার ও ভিডিপি ব্যাটালিয়ান সদর দফতর কমপ্লেক্স, লক্ষীপুর পৌর আজিম শাহ (রহঃ) হকার্স মার্কেট, লক্ষীপুর শহর সংযোগ সড়ক পিসি গার্ডার সেতু নির্মাণ, ফায়ার ও সিভিল ডিফেন্স স্টেশন রায়পুর, ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন কমলনগর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ