Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেলিফোনে আড়িপাতা প্রমাণে ট্রাম্পকে শীর্ষ রিপাবলিকানের চ্যালেঞ্জ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত নির্বাচনী প্রচারণার সময়ে বারাক ওবামা টেলিফোনে আড়ি পেতেছিলেন বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তা প্রমাণে রিপাবলিকান দলের এক শীর্ষ আইনপ্রনেতা গত রোববার তার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। সিনেটর জন ম্যাককেইন সিএনএনের সাথে এক সাক্ষাতকারে এ চ্যালেঞ্জ জানান।
ম্যাককেইন বলেন, ‘এক্ষেত্রে প্রেসিডেন্টের দু’টি পছন্দের যে কোনো একটি বেছে নিতে হবে। এক্ষেত্রে আমেরিকার নাগরিকদের দাবি অনুযায়ী হয় তাকে এ অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে, না হয় তার করা অভিযোগের পক্ষে প্রমাণ দাখিল করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আড়িপাতার ঘটনা সত্য এটা বিশ্বাস করার আমার কোনো কারণ নেই। কিন্তু আমি মনে করি, মার্কিন প্রেসিডেন্ট এক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট করতে পারেন।’
এদিকে ওবামা তার এক মুখপাত্রের মাধ্যমে ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখান করেছেন। ওবামার জাতীয় গোয়েন্দা পরিচালক জেমস ক্লেপারও এক সাক্ষাতকারে বলেন, যুক্তরাষ্ট্রের গত নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বা তার প্রচারণা শিবিরের কোন সদস্যের টেলিফোনে আড়িপাতার ঘটনা ঘটেনি। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ