Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ থাকায় বিদেশি কোম্পানিগুলো হিমশিম খাচ্ছে-আমিরাতে আল ফাকির গ্রুপ অফ কোম্পানির বার্ষিক বনভোজনে কর্মকর্তাবৃন্দ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাতে অবস্থানরত বিদেশি কোম্পানিগুলোতে বাংলাদেশি শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে। অথচ বাংলাদেশিদের নতুন নিয়োগ ভিসা বন্ধ থাকায় শ্রমিক চাহিদা পূরণে মারাত্মক হিমশিম খাচ্ছে বিভিন্ন  কোম্পানি। দ্রুত ভিসা খোলার ব্যবস্থা না হলে বাংলাদেশিদের নতুন কর্মসংস্থান, হবে না, অন্যদিকে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্সের উপর আরো ব্যাপকভাবে প্রভাব পড়বে। গত শুক্রবার দুবাই ক্রীকপার্কে আল ফাকির গ্রুপ অফ কোম্পানির আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর চেয়ারম্যান সামির ফখরী, সিনিয়র ডাইরেক্টর আবুল হাজ, মেইনটেলেন্স ম্যানেজার ফুয়াদ আলমগীর, মোহাম্মদ রাসেল, মাহবুবুর রহমান ও হুমায়ুনসহ প্রমুখ। দিনব্যাপী এ মিলন মেলায় কোম্পানির সহস্রাধিক লোক অংশ নেন। এতে বাংলাদেশি শ্রমিকরা খেলা-ধুলা ও সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ