Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জ উপ-নির্বাচন আ.লীগ মনোনীত প্রার্থীর ৫ হাজার টাকা জরিমানা

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সাংসদ উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী পোস্টারে মূদ্রণজনিত ত্রæটির কারণে রোববার জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাবিবুল আলম এ জরিমানা আদায় করেন। তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদের নির্বাচনী পোস্টারে তারিখ উল্লেখ না থাকায় এ জরিমানা করা হয়েছে। উল্লেখ, ২০১৬ সালের ৩১ডিসেম্বর আততায়ীদের গুলিতে নিহত হন সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। আসনটি শূন্য হওয়ায় আগামী ২২ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ