Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হিন্দু ধর্মালম্বীদের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উৎসব পালিত

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় রাধা-কৃষ্ণের দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উৎসব পালন করা হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গতকাল সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ উপলক্ষে পূজা ও কীর্তনের আয়োজন করা হয়। আবীর প্রদান করা হয় রাধা-কৃষ্ণ মূর্তি ও চৈতন্যদেবের ছবিতে। ভক্তরা এ দিন দেব-দেবীর পায়েও আবীর প্রদান করে। পরে মন্দিরের নিয়মিত পুরোহিত বরুন চক্রবর্তী ধর্মমত নির্বিশেষে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন। এছাড়াও দোলযাত্রা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের আয়োজন করে। পুরানো ঢাকার বিভিন্ন মন্দিরে সকাল থেকেই শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ