Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন নির্মাণ বন্ধ বিএসএফের বাধায়

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা : আখাউড়া স্থলবন্দরের বাংলাদেশ পুলিশের নতুন ইমিগ্রেশন ভবন নির্মাণে আপত্তি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত এলাকায় স্থাপনা নির্মাণ করা যাবে না মর্মে বিজিবিকে চিঠি দেয়ার পরই নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
জানা গেছে, স¤প্রতি প্রায় সোয়া ছয় কোটি টাকা ব্যয়ে ছয়তলা বিশিষ্ট দু’তলা ইমিগ্রেশন ভবন নির্মাণের দরপত্র আহŸান করা হয়। দরপত্র পেয়ে মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল গত ৪ মার্চ থেকে আখাউড়া ইমিগ্রেশনের আবাসিক ও ব্যারাক নির্মাণের জন্য গত কয়েক দিন ধরে নির্মাণসামগ্রী এনে জড়ো করে। তবে গত শুক্রবার এ নিয়ে আপত্তি তোলে বিএসএফ। পরে তারা বিজিবিকে এ সংক্রান্ত একটি চিঠিও দেয়। বিজিবির পক্ষ থেকে ইতোমধ্যেই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষেই ভবন নির্মাণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন জানান, নিয়ম অনুসারে যেভাবে অনুমতি নিয়ে ভবন নির্মাণ প্রয়োজন সেভাবেই আমরা কাজ শুরু করব। এখন তো শুধু সয়েল টেস্টের (মাটি পরীক্ষা) কাজ করা হচ্ছে।
এ বিষয়ে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসারে সীমান্ত এলাকার নির্দিষ্ট সীমারেখায় স্থাপনা করতে সংশ্লিষ্টদের অনুমতির প্রয়োজন হয়। বিএসএফ তাদের দেয়া চিঠিতে উল্লেখ করেছে, অনুমতি নিয়ে কাজ করলে কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে। নিয়ম অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই এখানে নির্মাণকাজ শুরু করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ