Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড

র‌্যাব ডিজির প্রস্তাব

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানব পাচারকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করার প্রস্তাব করেছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) ও র‌্যাব আয়োজিত নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ শীর্ষক সেমিনারে তিনি এ প্রস্তাব দেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী মানব পাচারের সর্বোচ্চ শাস্তি হলো ১২ বছরের জেল। এটি পাচার রোধে যথেষ্ট নয়। মানব পাচার রোধে এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদÐ হওয়া দরকার। কারণ ভৌতিক এজেন্সির মাধ্যমে আমার দেশের ভাই-বোনেরা বিদেশে গিয়ে যে নির্যাতনের শিকার হয় বা কষ্টের মুখে পড়ে। এমনকি অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়েন। তিনি বলেন, মানব পাচার প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তা না হলে এ সমস্যা সমাধান সম্ভব হবে না। ক্ষুদ্র ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেকে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে বিদেশে যান। বেতন ধরা হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু তারা সেখানে গিয়ে কষ্টের মধ্যে পড়েন। তাই বিদেশে যেতে ইচ্ছুকদের বলব, আপনারা ৭ লাখ টাকা খরচ না করে ২ লাখ টাকা দিয়ে একটি চায়ের টং দোকান দেন। দিনে ৫শ’ টাকা আয় হবে। বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম খাত প্রবাসী আয় উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টসের পর আমরা প্রবাসী আয় থেকে বেশি রেমিট্যান্স পাই। রিজার্ভে যে আমাদের ৩২ বিলিয়ন ডলার আছে তার ১৩ বিলিয়ন ডলার প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। তাই আমরা চাই বাংলাদেশের মানুষ যেন প্রবাসে নিরাপদ থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম এ¦বং বায়রার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ