Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে জাসদ নেতাকর্মীদের পিটিয়েছে আ’লীগ

পাঁচটি বাস ভাঙচুর, আহত হয়েছে ১০ জন

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার নরসিংদী থেকে : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশে যোগদানকারী নরসিংদীর জাসদ কর্মীদেরকে ব্যাপক পিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ডাঙ্গা সড়কসহ বিভিন্ন এলাকায় এই পেটানোর ঘটনা ঘটেছে। আহত হয়েছে ১০ জাসদ নেতাকর্মী এবং ভাঙচুর করা হয়েছে পাঁচটি বাস। আহতদের মধ্যে নরসিংদী সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাসও রয়েছেন। আওয়ামী লীগ কর্মীদের বিক্ষিপ্ত হামলার মুখে জাসদ কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিগি¦দিক পালিয়ে গেছে। পÐ হয়ে গেছে জাসদের ঢাকামুখী বাস মিছিল। তবে পরে বিচ্ছিন্নভাবে কয়েকটি বাস জাসদ কর্মীদেরকে নিয়ে ঢাকায় গিয়েছে বলে জানা গেছে।
জাসদ নেতা বিধান দাস জানিয়েছেন, শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের মহাসমাবেশকে কেন্দ্র করে নরসিংদী জেলা জাসদের সভাপতি জায়েদুল কবির ৪০টি বাস সমন্বয়ে ঢাকামুখী এক বিশাল বাস প্রসেশনের আয়োজন করে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমদিয়া, পাঁচদোনা, মেহেরপাড়া ইত্যাদি ইউনিয়নের বিভিন্ন স্থানে জাসদ নেতাকর্মীদের জন্য বাস প্রেরণ করা হয়। বেলা ৩টায় ৪০টি বাস পাঁচদোনা মোড় এলাকায় জমায়েত হয়ে একত্রে ঢাকামুখী যাত্রা করার কথা। দুপুরের পূর্ব থেকেই বাসগুলো বিভিন্ন স্থানে কর্মী পরিবহনের জন্য ছড়িয়ে পড়ে। জাসদের এই বাস প্রসেশনকে পÐ করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাঁচদোনা-ডাঙ্গা সড়কসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। জাসদের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে, পায়ে হেঁটে বাসের দিকে আসতে থাকলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। তারা জাসদ কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ধরে ব্যাপকভাবে মারধর করে। এতে জাসদ কর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়ে পালিয়ে যায়। শুধু তাই নয়, আওয়ামী লীগ কর্মীরা জাসদের মহিলা সদস্যদের বাস থেকে গালাগাল করে নামিয়ে দেয়। এসময় তারা পিপিএলের দু’টি, মেঘালয়ের একটি এবং ভৈরব মেঘালয়ের একটি বাসসহ পাঁচটি বাস ভাঙচুর করে। তারা ভ‚ঁইয়া সিএনজি এলাকায় অবস্থানরত সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাসের বাসেও হামলা চালায়। এ সময় বিধান দাস দৌড়ে গিয়ে ডাক্তার অলিউল্লাহর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে ঘণ্টাখানেক আটক থাকার পর পাঁচদোনা ফাঁড়ি পুলিশের এসআই মহসিন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষিপ্ত হামলার মুখে জাসদের বাস মিছিল পÐ হয়ে যায়। পরে সদর উপজেলা জাসদের সভাপতি বিধান দাস কিছু নেতাকর্মীকে নিয়ে বাসে করে ঢাকা পৌঁছে। জাসদের আক্রান্ত নেতাকর্মীরা জানিয়েছে, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলমের লোকেরা তাদের উপর হামলা চালিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ