পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন (জেএমবি)’র সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে বাগমারা থানার পুলিশ গতকাল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচ জেএমবি’র সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আব্দুস শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫০), ছমির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (২৮), জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪২), উদপাড়া গ্রামের নছির উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪৫) ও ভবানীগঞ্জ মহল্লার মুকবুল হোসেনের ছেলে রহিদুল ইসলাম (৪৩)। আটককৃতদের গতকালই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে আটককৃত পরিবারের দাবি জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এলাকায় সর্বহারা দমনের নামে এলাকায় অভিযান চালালে সাধারণের সাথে তারা সর্বহারা দমনে শুধু অংশ গ্রহণ করে। তাদের জেএমবি’র সাথে কোন সম্পর্ক নেই।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০৪ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন মরহুম জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এলাকায় সর্বহারা দমনের নামে চালায় অভিযান। অভিযুক্তরা বাংলা ভাইয়ের সাথে সর্বহারা দমনের নামে এলাকায় বিভিন্ন নাশকতামূলক কাজে অংশগ্রহণ করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, আটককৃতরা বাংলা ভাইয়ের সহযোগী ছিল। তাদের বিরুদ্ধে ২০০৪ বাংলা ভাইয়ের সাথে থেকে হত্যা, গুম ও নির্যাতনে অংশ গ্রহণ করে। আবারো একত্রিত হচ্ছে এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
এদিকে আটককৃত পরিবারের পক্ষ থেকে দাবি ২০০৪ সালে বাগমারায় মরহুম জঙ্গি নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এলাকায় সর্বহারা দমনের নামে অভিযান চালালে তারা এলাকাবাসীর ব্যানারে বাংলা ভাইয়ের সাথে সর্বহারা দমনে শুধু অংশগ্রহণ করেছিল। তারা বাংলা ভাইয়ের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন সংগঠনের সাথে জড়িত না। ভবানীগঞ্জ মহল্লার আটককৃত রহিদুলের পরিবার জানান, রহিদুল ইসলাম স্থানীয় ভবানীগঞ্জ কারিগরী ও ব্যবস্থাপনা কলেজে চাকুরীর পাশাপাশি আর্টের কাজ করে। ২০০৪ সালে এলাকায় বাংলা ভাই সর্বহারা দমনের সময় টাকা দিয়ে তার (রহিদুল) কাছে ব্যানার বানিয়ে নিয়েছিল মাত্র। এছাড়া তার বা তার গঠিত দলের সাথে তার কোন সম্পর্ক ছিল না। একই ভাবে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আলমগীর হোসেন জানান, তার ইউনিয়ন থেকে আটককৃতরা স্বাভাবিক জীবন-যাপন করে। তারা জঙ্গি সংগঠনের সাথে কেউ জড়িত নয়।
নাটোরে দুই জেএমবি আটক
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মেরিগাছা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- মেরিগাছা উত্তরপাড়া গ্রামের গেদু প্রামাণিকের ছেলে সাহাবুদ্দিন মাস্টার (৪৬) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রহিদুল ইসলাম (৪৩)। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সংশ্লিষ্টতার অভিযোগে ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় তাদের দু’জনের নামে মামলা দায়ের করা হয়। এ সময় তাদেরকে গ্রেফতারও করা হয়। শুক্রবার দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এবং নাশকতার আশঙ্কায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।