Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরনো নেতৃত্বেই যুব মহিলা লীগ ঢাকা মহানগর কমিটি ঘোষণা

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুরনো নেতৃত্বই বেছে নিল ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগ। বিনা প্রতিদ্ব›িদ্বতায় পুনরায় যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাজমা আকতার ও অপু উকিল।
গতকাল শনিবার রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে বাংলাদেশ যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলন শেষে যুব মহিলা লীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আকতার এবং সাধারণ সম্পাদক অপু উকিল নির্বাচিত হয়েছেন।
একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের নতুন কমিটিতে সভাপতি সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে শুধু একজনের নামই প্রস্তাব করেন কাউন্সিলররা। পরে ওবায়দুল কাদের তাদের নাম ঘোষণা করেন।
উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন ও সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা এবং দক্ষিণের সভাপতি ফরিদা ইয়াসমিন ঝুমা ও সাধারণ সম্পাদক নিলুফা রহমান।
দীর্ঘ ১৩ বছর পর গতকাল সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন উদ্বোধন হয়। ২০০২ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালের ৫ মার্চ। সভাপতি পদে আসেন নাজমা আক্তার এবং সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি নেতৃত্বাধীন  জোট সরকারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ