Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০০ কেজি মিসরীয় নারীর অস্ত্রোপচার হলো মুম্বাইয়ে

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বের সম্ভবত সবচেয়ে স্থ‚লকায়, ৫০০ কেজি ওজনের মিসরীয় এক নারীর ওজন কমানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে ভারতে মুম্বাইয়ের এক হাসপাতালে। মুম্বাইয়ের সাঈফ হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, ঈমান আহমদ আবদুল আতি নামের ৩৬ বছর বয়ষ্ক ওই নারীর ওজন ১০০ কেজি কমানো হয়েছে। জানুয়ারি মাসে তাকে এই অস্ত্রোপচারের জন্য ভারতে আনা হয়।
‘তিনি যত দ্রæত বিমানে করে মিসরে ফিরে যেতে পারেন তার জন্য আমরা তাকে যথেষ্ট সুস্থ করে তোলার চেষ্টা করছি,’ জানান তিনি। তার পরিবার জানিয়েছে, বিশেষভাবে ভাড়া করা বিমানে তাকে মুম্বাই আনার আগে তিনি ২৫ বছর ঘর থেকে বের হননি। হাসপাতালের ওই মুখপাত্র বলেছেন, আগামী মাসগুলোতে তার ওজন আরো কমবে। মুম্বাইয়ের হাসপাতালে ওজন কমানোর বিশেষজ্ঞ সার্জেন ডা. মুফাজ্জল লাকদাওয়ালা মিসরীয় নারীর উপর এই অস্ত্রোপচার করেন। যারা বিপজ্জনক মাত্রায় মোটা তাদের চিকিৎসায় শেষ চেষ্টা হিসেবে এই অস্ত্রোপচার করা হয়। মিস আবদুল আতির পরিবার জানিয়েছে, জন্মের সময় তার ওজন ছিল পাঁচ কেজি। এসময় তার শরীরে এলিফেন্টাইটিস রোগ ধরা পড়ে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে শুরু করে। ১১ বছর বয়সে তার ওজন দ্রæত বাড়তে শুরু করে এবং সে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তার দেখাশোনা করতেন তার মা এবং বোন। তবে গত ডিসেম্বরে ডা. লাকদাওয়ালা বলেন, তার ধারণা মিস আবদুল আতির এলিফেন্টাইটিস রোগ হয়নি। তার ওজনবৃদ্ধি-জনিত লিম্ফোএডিমা হয়েছিল, যার কারণে তার পা অস্বাভাবিক মাত্রায় ফুলে যায়।
ওজন কমানোর অস্ত্রোপচার কী?
ওজন কমানোর অস্ত্রোপচারকে ইংরেজিতে বলা হয় ব্যারিয়াট্রিক সার্জারি। শরীরের মেদ বিপজ্জনক মাত্রায় পৌঁছে গেলে চিকিৎসা হিসেবে এই অস্ত্রোপচার করা হয়। এই অস্ত্রোপচারের দু’টি উপায় : গ্যাসট্রিক ব্যান্ড, এতে পাকস্থলির আকার ছোট করার জন্য পাকস্থলির অংশবিশেষ একটা ব্যান্ড দিয়ে বেঁধে দেয়া হয়। ফলে অল্প খেলেই পাকস্থলি ভর্তি হয় ও ক্ষুধা মেটে।
গ্যাসট্রিক বাইপাস, এতে গোটা পাচন প্রক্রিয়াকে অন্য পথে পরিচালিত করা হয় অর্থাৎ খাদ্য পাকস্থলিতে ঢোকে না এবং অল্প খাবার খেলে পেট ভরে গেছে এমন অনুভ‚ত হয়। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ