এফ আর টাওয়ারের ঘটনা : জামিন পেলেন বিএনপি নেতা তাসভীর
রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা তাসভীরউল ইসলাম জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো.তোফাজ্জল হোসেন জামিনের আদেশ
বিষয় : বিজ্ঞান
এস এম শাহ মাহমুদ
সিনিয়র শিক্ষক (বিজ্ঞান)
কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, ঢাকা
১. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
(ক) জগৎ (খ) বর্গ (গ) গণ (ঘ) প্রজাতি
২. কোন পর্বের প্রাণীদের স্পঞ্জ বলা হয়?
(ক) আর্থোপোডা (খ) অ্যানেলিডা
(গ) পরিফেরা (ঘ) নিডারিয়া
৩. তারামাছ কোন পর্বের প্রাণী?
(ক) আর্থোপোডা (খ) মলাস্কা
(গ) একাইনোডারমাটা (ঘ) অ্যানেলিডা
৪. পরিফেরা পর্বের প্রাণী---
র. এরা সরলতম বহুকোষী
রর. এদের দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত
ররর. এদের সুগঠিত কলা, অঙ্গ, তন্ত্র নেই
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৫. মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
(ক) এক (খ) দুই (গ) তিন (ঘ) চার
৬. ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনে?
(ক) দ্বিবিভাজন (খ) মাইটোসিস
(গ) মিয়োসিস (ঘ) অ্যামাইটোসিস
৭. মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি?
(ক) টেলোফেজ (খ) মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ) নোফজ
৮. জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি?
(ক) গলজি বস্তু (খ) ক্রোমোজোম
(গ) সেন্ট্রোজোম (ঘ) নিউক্লিও পর্দা
৯. জীবের সব রকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
(ক) ব্যাপন (খ) অভিস্রবণ
(গ) ইমবাইবিশন (ঘ) প্রস্বেদন
১০. সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ কোনটি ত্যাগ করে?
(ক) ঘ২ থ (খ) ঈষ২ (গ) ঈঙ২ (ঘ) ঙ২
নিচের তথ্যের আলোকে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও।
কাপড়ে নীল দেওয়ার জন্য বালটির পানিতে কয়েক ফোঁটা নীল দেওয়া হলো ।
কিছুক্ষণ পর দেখা গেল সমস্ত বালটির পানি নীল হয়ে গেল।
১১. বালতির পানি নীল হল কোন প্রক্রিয়ার?
(ক) ব্যাপন (খ) প্রস্বেদন
(গ) অভিস্রবণ (ঘ) ইবাইবিশন
১২. উল্লিখিত প্রক্রিয়াটির সাহায্যে---
র. উদ্ভিদ বাষ্পাকারে পানি নির্গত করে
রর. উদ্ভিদ পানি শোষণ করে
ররর. জীবকোষে অক্সিজের প্রবেশ করে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৩. মূলরোম কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে?
(ক) অসমোসিস (খ) অ্যাবজরপশন
(গ) ইমবাইবিশন (ঘ) ডিফিউশন
১৪. প্রস্বেদন প্রক্রিয়ায় কোনটি নির্গত হয়?
(ক) আঁঠা (খ) পানি
(গ) রস (ঘ) রজন
১৫. লেন্টিসেলের অবস্থান কোথায়?
(ক) কাÐ (খ) মূল (গ) পাতা (ঘ) ফুল
উত্তরমালা : ১. ঘ; ২. গ; ৩. গ; ৪. ঘ; ৫. ক; ৬. গ; ৭. ক; ৮. খ; ৯. ক; ১০. ঘ; ১১. ক; ১২. খ; ১৩. গ; ১৪. খ; ১৫. ক;
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।